ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মে’কে সতর্ক করল ডিইউপি

প্রকাশিত: ০৬:৩০, ২২ জুন ২০১৭

মে’কে সতর্ক করল ডিইউপি

ব্রিটেনের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) প্রধানমন্ত্রী টেরেসা মে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, তার দলের প্রতি তাদের সমর্থন টোরি দলের ক্ষমতায় থাকার অনুমোদন নয়। ডিইউপি দলের পক্ষ থেকে থেকে গত রাতে প্রকাশিত এই বক্তব্য থেকে স্পষ্টত এটিই প্রতীয়মান হয় যে, প্রধানমন্ত্রী টেরেসার ক্ষমতায় থাকার বিষয়ে ইয়ান পয়েসল প্রতিষ্ঠিত দলটির (ডিইউপি) সঙ্গে চুক্তিতে পৌঁছার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। খবর ডেইলি মেইল। কয়েকদিন ধরে টেরেসা মে ক্ষমতায় থাকার জন্য তার দলের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে ডিইউপির সঙ্গে এক চুক্তিতে পৌঁছার জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু উত্তর আয়ারল্যান্ডের এই দলের ভেতরকার একটি সূত্র জানায় অতি শীঘ্রই এ ধরনের কোন চুক্তিতে পৌঁছা সম্ভব হবে না। দলটির শীর্ষ পর্যায়ের এক সূত্র থেকে জানা গেছে, ডিইউপি যেভাবে আশা করেছিল আলোচনা সেভাবে এগোচ্ছে না এ বিষয়ে সরকার আরও মনোযোগ ও গুরুত্ব দিক এটিই তারা আশা করছে। পার্লামেন্টে রানীর ভাষণের আগেভাগে ডিইউপির পক্ষ থেকে এ ধরনের মন্তব্য টেরেসা মেকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে যে, টেরেসা আইনানুগভাবে কমন্স সভায় যথেষ্ট জনসমর্থন ছাড়াই আইনী কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এবং বিগত চল্লিশ বছরের মধ্যে ব্রিটেনে প্রথম এ ধরনের ঘটনা ঘটতে চলছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার রাতে রক্ষণশীল দলের পার্লামেন্ট সদস্যরা বলেন, আরও বেশি সুযোগ-সুবিধা পাওয়ার লক্ষ্যে তারা (ডিইউপি) এ ধরনের কথাবার্তা বলছে। রক্ষণশীল দলের একজন সদস্য বলেন, ডিইউপি জনসমর্থন তাদের পক্ষে ধরে রাখার জন্য এমন ধরনের প্রচার চালাচ্ছে। অপরদিকে, রক্ষণশীল দল ও ডিইউপির মধ্যে আলোচনার সময় উপস্থিত ছিলেন এমন একজনের মতে বুধবারের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। রক্ষণশীল দলের অপর একটি সূত্র জানায়, দুই দলের মধ্যে আলোচনা অব্যাহত আছে এবং তারা পারস্পরিক আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করছেন। যত দূর জানা গেছে, ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি সরকারের কাছে বেশকিছু নীতিগত ছাড় চাইছে। যেমন এর নির্বাচনী মেনিফেস্টোতে কর্পোরেশন ট্যাক্স ১২.৫ শতাংশে কমিয়ে এনে আইরিশ রিপাবলিকের কর্পোরেশন ট্যাক্সের সমতায় আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। ভোটারদের প্রতি সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ছাড়াও সরকারের সঙ্গে আলোচনায় তারা বিমান যাত্রীদের কর মওকুফ, পেনশনধারীদের জন্য শীতকালীন জ্বালানি খরচ ও রাষ্ট্রীয় পেনশন তিনগুণ করা ইত্যাদি শতারোপ করেছিল। এ বিষয়ে টেরেসা মে ও তার মন্ত্রীবর্গ ‘আস্থা ও সরবরাহ’ ব্যবস্থার ওপর ভিত্তি করে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। এ ব্যবস্থার অধীনে অপেক্ষাকৃত ক্ষুদ্র দল সরকারী কোন পদ-পদবি গ্রহণ না করে সরকারের বাইরে থেকে এর অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন ও অন্য দলের সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। প্রাথমিকভাবে রক্ষণশীল ও ডিইউপির মধ্যে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এ বিষয়ে কোন চুক্তিতে পৌঁছার ঘোষণা থেকে রক্ষণশীলরা আকস্মিকভাবে পিছিয়ে আসে এবং বারদিন অতিবাহিত হলেও এই আলোচনা বাস্তবায়নের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইতোপূর্বে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বলা হয়েছিল যে, চুক্তির একটি রূপরেখা প্রণয়ন করা হয়ে গেছে। কিন্তু শীঘ্রই এ বিষয়ে দ্বিমত পোষণ করে বক্তব্য দেন উত্তর আয়ারল্যান্ডের ডিইউপি পার্টিপ্রধান অর্লিন কপ্টার। এ প্রেক্ষিতে গত মঙ্গলবার কপ্টার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করেন এবং উভয়পক্ষই দাবি করেন যে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোন সমাধানে পৌঁছা যায়নি। সাবেক প্রধানমন্ত্রী জন মেজরসহ কোন কোন রক্ষণশীল দলের সদস্য এই মর্মে সতর্ক করে দিয়েছেন যে, ডিইউপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় গেলে রক্ষণশীল দল সরকার ভাবমূর্তি সঙ্কটে পড়বে এবং উত্তর আয়ারল্যান্ডবিষয়ক আলোচনায় এই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। এছাড়া ডিইউপির মতো সমকামীদের অধিকারের সপক্ষে সোচ্চার একটি দলের সমর্থন নিয়ে সরকার গঠন করলে টেরেসার রক্ষণশীল দলের কপালে কলঙ্ক তিলক আঁকা হয়ে যাবে, সেখানে টেরেসা নিজেও একজন ধর্ম যাজকের মেয়ে।
×