ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন হামলায় বিধ্বস্ত সিরীয় বিমানের পাইলট বেঁচে আছেন

প্রকাশিত: ০৩:৫৫, ২১ জুন ২০১৭

মার্কিন হামলায় বিধ্বস্ত সিরীয় বিমানের পাইলট বেঁচে আছেন

সিরিয়ার রাকা প্রদেশে মার্কিন হামলায় ভূপাতিত দেশটির সেনাবাহিনীর জঙ্গী বিমানটির পাইলট অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন। রাকা প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সুওয়াইত গ্রাম থেকে বিমানটির পাইলট ক্যাপ্টেন আলী ফাহাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। খবর স্পুটনিকের। রবিবার সিরিয়ার জঙ্গী বিমানটিকে মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করার আগে প্যারাস্যুট ব্যবহার করে সাফল্যের সঙ্গে এটি থেকে বেরিয়ে যান ক্যাপ্টেন ফাহাদ। রুশ-নির্মিত সুখোই এসইউ-২২ জঙ্গী বিমান থেকে বেরিয়ে যাওয়ার পর সুওয়াইত গ্রামের কাছে নেমে আসেন এর পাইলট। এর আগে রবিবার রাতে সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, তাদের একটি ফাইটার প্লেনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর পরপরই সিরিয়ায় তৎপর মার্কিন বাহিনী দাবি করে, তারা তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নিরাপত্তা দিতে জঙ্গী বিমানটিকে ভূপাতিত করেছে। সিরীয় সেনাবাহিনীর জেনারেল কমান্ড রবিবার রাতে এক বিবৃতিতে এ ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেছে, সন্ত্রাসবিরোধী হামলায় নিয়োজিত বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের প্রকৃত অবস্থান পরিষ্কার করে দিয়েছে। শরণার্থী থেকে সুপারমডেল দক্ষিণ সুদানে যুদ্ধের কারণে সেখান থেকে শিশু শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মারি মালেক নামের এই নারী। চার বছর শরণার্থী শিবিরে কাটানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পান তিনি। এখন মারি নিউইয়র্কভিত্তিক সুপারমডেল, অভিনেত্রী ও ডিজে। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে তিনি ধীরে ধীরে সুপারমডেল হিসেবে সফল হন। এই খ্যাতি তিনি বর্তমানে কাজে লাগাচ্ছেন দক্ষিণ সুদানের যুদ্ধকবলিত শিশুদের কল্যাণে। -ওয়েবসাইট এক্স রে স্পেস টেলিস্কোপ চীন তার প্রথম এক্স রে স্পেস টেলিস্কোপ সফলভাবে উৎক্ষেপণ করেছে। কৃষ্ণ গহ্বর, নক্ষত্র ও গামা রশ্মির বিস্ফোরণ বিষয়ে গবেষণা করাই এর লক্ষ্য। মার্চ-ফোর বি নামের একটি বৃহৎ রকেট ২ দশমিক ৫ টন ওজনের টেলিস্কোপটি নিয়ে কক্ষপথে পৌঁছেছে। বেজিং এটিকে সরকার ও কমিউনিস্ট পার্টির সফলতা হিসেবে দেখছে। চীনের লক্ষ্য ২০২২ সাল নাগাদ নিজস্ব ক্রু দ্বারা স্পেস স্টেশনের কার্যক্রম চালানো। -সিনহুয়া
×