ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘অবিশ্বাস্য এ ঘটনায় আমরা ব্যথিত ও বিপর্যস্ত’

প্রকাশিত: ০৩:৫৪, ২১ জুন ২০১৭

‘অবিশ্বাস্য এ ঘটনায় আমরা ব্যথিত ও বিপর্যস্ত’

ব্রিটেনের রাজধানী লন্ডনের একটি মসজিদের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় আটক হওয়া ড্যারেন ওসবর্নের পরিবার বলেছেন, তারা এতে খুবই ব্যথিত ও বিপর্যস্ত। চার সন্তানের জনক ওসবর্ন ফিন্সবারি পার্ক মসজিদে তারাবি শেষে বেরিয়ে আসা মুসলমানদের ওপর একটি চলন্ত ভ্যান উঠিয়ে দেয়ার পর হত্যাচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগে গ্রেফতার হন। মুসলমানরা তখন মাটিতে পড়ে যাওয়া এক বয়স্ক লোককে উঠতে সাহায্য করছিলেন। তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল। হামলা পরবর্তীতে ওই লোকের মৃত্যু হয়েছে। কিন্তু তার মৃত্যু আঘাতের কারণে হয়েছে কিনা; তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি অনলাইনের। হামলার প্রতিবাদে মহানগর পুলিশ প্রধান ক্রেসিডা ডিক ও বিভিন্ন ধর্মীয় নেতাসহ কয়েক শ’ লোক সোমবার একটি শোভাযাত্রায় অংশ নিয়েছেন। ক্রেসিডা ডিক বলেন, এ ঘটনা পুরোপুরি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা। ধর্মীয় স্থাপনাসহ বিভিন্ন এলাকায় মুসলমানদের নিরাপত্তায় এখন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ওসবর্নের মা, বোন ও ভাগ্নে এক বিবৃতিতে বলেন, ‘আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি। সত্যিই এটা অবিশ্বাস্য। এমন ঘটনা কীভাবে ঘটল, তা এখনও আমাদের মাথায় আসছে না।’ তারা বলেন, ‘হতাহতদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’ পুলিশ ইতোমধ্যে কার্ডিফ অঞ্চলের একটি বাড়িতে তল্লাশি চালিয়েছে। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘নিরাপত্তা বাহিনীর কাছে সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন ব্যক্তি অপরিচিত ছিলেন। তিনি একাই হামলা চালিয়েছেন বলে আপাতত ধরে নেয়া হচ্ছে।’ সমারসেট ও ওয়েসটন-সুপার-মেয়ার এলাকায় বেড়ে ওঠেন সন্দেহভাজন সন্ত্রাসী ব্যারেন ওসবর্ন।
×