ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশংসায় ভাসছে টিম পাকিস্তান

প্রকাশিত: ০৭:০৭, ২০ জুন ২০১৭

প্রশংসায় ভাসছে টিম পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিট না হয়েও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান। দুর্দান্ত ক্রিকেটশৈলী প্রদর্শন করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে সরফরাজ আহমেদের দল। দেশটির মিডিয়ার প্রথম পাতা জুড়ে এখন কেবল ফখর জামান-হাসান আলিদের ছবি। মাঠে না থেকেও তুখোড় তারকা শহীদ আফ্রিদি এটিকে স্মরণীয় সাফল্য বলে উল্লেখ করেছেন। কষ্ট চেপে সরফরাজদের অভিনন্দন জানিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলিও। এমন কি পাকিস্তানে মুগ্ধ বলিউডের বড় বড় সব অভিনতা। সেই তালিকায় আছেন অমিতাভ বচ্চনও। টুইটারে বিগ বি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতায় পাকিস্তান ক্রিকেট দলকে শুভেচ্ছা। সত্যিই, তোমরা সেরা দল।’ এভাবে একের পর এক টুইট করে সরফরাজদের প্রশংসায় ভাসিয়েছেন ফারহান আকতার, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, রণদীপ হুদা, দিয়া মির্জা, বরুন দেয়ানসহ অনেকেই। শহীদ আফ্রিদি বলেন, ‘ফাইনালের মতো এমন নিখুঁত পারফর্মেন্স আমি খুব কমই দেখেছি এবং ছন্দে থাকা হট ফেবারিট ভারতের বিপক্ষে এ জয় সুখকর। এই পাকিস্তান আমাকে ও দেশকে গর্বিত করেছে। সরফরাজ আহমেদের দলের এমন বিস্ময়কর সাফল্যে আমি সম্পূর্ণভাবে আনন্দে আত্মহারা।’ ১৯৯২ সালে ফেবারিট না হয়েও এভাবে বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের পাকিস্তান। আফ্রিদি আরও যোগ করেন, ‘এমন ঘুরে দাঁড়ানো সাফল্য বিশ্বজুড়ে পাকিস্তানীদের পরম আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। ম্যাচ শেষের পরই ১৯৯২ বিশ্বকাপ ও ২০০৯ টি২০ ওয়ার্ল্ডকাপের মতো দেশজুড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উৎসব উদযাপনে মেতে উঠেছে সবাই।’ আফ্রিদি বলেন, ‘২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় পাকিস্তানী সমর্থকরা দীর্ঘ সময় মনে রাখবেন। ভক্তরা, বিশেষ করে তরুণরা, যারা দেখেছে তাদের টিম ভারতকে উড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতের তারকা হতে সাহায্য করবে।’ প্রতিপক্ষ অধিনায়ক কোহলি বলেন, ‘প্রথমেই পাকিস্তান দলকে অভিনন্দন জানাই। তারা বিস্ময়কর একটি টুর্নামেন্ট খেলেছে। বাজে শুরুর পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে বোঝা যায় তাদের দলে প্রতিভার অভাব নেই। নিজেদের দিনে যে কোন দলকেই যে তারা হতাশ করতে পারে সেটা আরেকবার প্রমাণ করেছে।’ ওদিকে পাকিস্তানের জয়ে শামিল হয়েছিলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুক। তিনি টুইট করে জানিয়েছিলেন, ‘পাকিস্তান জয়ের পর চারদিকে আতশবাজির রোশনাই দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে, ঈদ এখানে কয়েকদিন আগেই চলে এসেছে। যে দল ভাল খেলেছে, তারাই জয় লাভ করেছে। পাকিস্তানকে অভিনন্দন জানাই।’ মিরওয়াইজের টুইটটি খুব ভাল চোখে নেননি ভারতীয় তারকা গৌতম গাম্ভীর, ‘আমি মিরওয়াইজকে একটি প্রস্তাব দিতে চাই। তুমি কেন সীমান্ত পার করে পাকিস্তান চলে যাচ্ছ না? আরও ভাল (চীনা) আতশবাজির রোশনাই তুমি দেখতে পাবে। ওখানে ঈদও পালন করতে পারবে। জিনিসপত্র গোছানোর ক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করতে পারি।’ এর আগেও গম্ভীর ভারতীয় জওয়ানদের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারতীয় জওয়ানদের উপরে একটা চড় মারার প্রতিবাদে এক শ’টা জিহাদির প্রাণ নেয়া উচিত। যারা আজাদি চায়, তারা ভারত ছেড়ে চলে যেতে পারে। কাশ্মীর শুধু আমাদেরই।’ আনন্দের মাঝেও দু’দেশের বৈরী সম্পর্কের উত্তাপটা টের পাওয়া যাচ্ছে। এশিয়া রাগবির র‌্যাঙ্কিংয়ে দশম বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ার্ল্ড রাগবি ও এশিয়া রাগবির বিভিন্ন পরিসংখ্যান ও কর্মকা-ের ভিত্তিতে র‌্যাঙ্কিং তৈরির কাজটি করে থাকে গেট ইন টু রাগবি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড রাগবি ইউনিয়নের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী এ্যাকটিভিটিজের দিক থেকে বাংলাদেশ এশিয়াতে ১০ নম্বর র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছে। আর সারাবিশ্বের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে। উল্লেখ্য, বিশ্বে মোট ১৪০টির মতো দেশ রাগবি খেলে থাকে। ২০১৭ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ট্রেনিং কার্যক্রম, দেশে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, সেমিনার ও নানা কর্মশালার ওপর ভিত্তি করে গেট ইন টু রাগবির জরিপে বাংলাদেশ সর্বমোট ৫৭২৮ পয়েন্ট অর্জন করেছে। ফলে এশিয়াতে ১০ নম্বর স্থান অধিকার করে বাংলাদেশ। এশিয়াতে বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান, ভারত, জাপান, শ্রীলঙ্কা, হংকং, মালয়েশিয়া, চীন, কাজাখস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। পাইওনিয়ার ফুটবলে কিং স্টারের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবল লীগের সুপার লীগের সোমবারের খেলায় কমলাপুর স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বড় জয় কুড়িয়ে নিয়েছে কিং স্টার ফুটবল একাডেমি। তারা ৯-০ গোলে হারায় লন্ডন টাইগার্সকে। বিজয়ী দলের কাফসাত তাহসিন হ্যাটট্রিকসহ চার গোল করে ম্যাচসেরা খেলোয়াড় হয়। অপর ম্যাচে টাঙ্গাইল জুনিয়র একাদশ ৪-১ গোলে হারায় মঞ্জু ফুটবল একাডেমিকে। বিজয়ী দলের জয় ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
×