ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের রামকৃষ্ণ মিশন প্রধান স্বামী আত্মস্থানন্দ পরলোকে

প্রকাশিত: ০৬:৪২, ২০ জুন ২০১৭

ভারতের রামকৃষ্ণ মিশন প্রধান স্বামী আত্মস্থানন্দ পরলোকে

ভারতের রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজি (৯৮) রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩০ মিনিটে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে মারা গেছেন। তিনি কিডনি ও মূত্র সমস্যায় ভুগছিলেন। এছাড়াও ছিল বার্ধক্যজনিত নানা সমস্যা। সোমবার রাত নয়টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রেসিডেন্ট মহারাজের অবস্থা আশঙ্কাজনক এমন খবর পেয়ে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষকৃত্যের আগ পর্যন্ত মঠের সংস্কৃতি ভবনে আত্মস্থানন্দজির মরদেহ শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হয়। স্বামী আত্মস্থানন্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিবঙ্গের রাজ্যপাল কিশোরী নাথ ত্রিপাঠী, পশ্চিমবঙ্গের সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এক শোকবাণীতে প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানিয়েছেন, তার মৃত্যুতে আমি কাছের একজনকে হারালাম। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমি তার সংস্পর্শে ছিলাম। তিনি আমায় বলেছিলেন, সন্ন্যাসী হওয়া তোমার জন্য নয়। তোমাকে প্রয়োজন অন্য কাজে। বাংলাদেশের রাজধানী ঢাকার কাছের শাহজাদপুরে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১৯ সালের মে মাসে বুদ্ধ পূর্ণিমার রাতে জন্ম সত্যকৃষ্ণ ভট্টাচার্যের। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনভাই ও একমাত্র বোনই সন্ন্যাস নিয়েছিলেন।
×