ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদের কাছে হামলা

মধ্যরাতের সেই বিভীষিকা

প্রকাশিত: ০৬:৪১, ২০ জুন ২০১৭

মধ্যরাতের সেই বিভীষিকা

লন্ডনের সোমবার ভোরে একটি মসজিদগামী লোকজনকে টার্গেট করে চালানো গাড়ি হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ফিনসবেরি পার্কে চালানো ওই হামলাকে পুলিশ সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করেছে। হামলাকারী ভ্যান চালক ‘আমি সব মুসলিমকে হত্যা করব’ চিৎকার করতে করতে এগিয়ে যায়। বিবিসি, টেলিগ্রাফ ও এএফপি। লন্ডনের একটি মসজিদ থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে উঠিয়ে দেয়া একটি ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত আটজন। সোমবার ভোররাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবেরি পার্ক মসজিদের কাছে এ ঘটনা ঘটে। এটি ব্রিটেনের অন্যতম বড় মসজিদ। এ ঘটনাকে একটি বড় ধরনের হামলা হিসেবে বর্ণনা করেছে লন্ডন পুলিশ। ঘটনার পর ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে তাদের খবর দেয়া হয়। এরপর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) বলেছে, পরিকল্পিতভাবে ভ্যানটি মুসল্লিদের ওপর তুলে দেয়া হয়। সে সময় নামাজ শেষে অনেকে মসজিদ থেকে বের হচ্ছিলেন। ঘটনাটিকে ইসলাম আতঙ্কের সহিংস প্রকাশ হিসেবে বর্ণনা করে যুক্তরাজ্যের মসজিদগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে কাউন্সিল। এ হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়। আহতদের ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই জনের আঘাত গুরুতর না হওয়ায় ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। প্রধানমন্ত্রী টেরেসা মে এ ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা অভিহিত করে বলেছেন, সরকার হাতহতদের পরিবার ও ঘটনাস্থলে থাকা জরুরী বিভাগের সবার পাশে আছে। সরকারের জরুরী কোবরা কমিটির সঙ্গে সোমবার তার বৈঠকের কথা রয়েছে। ইন্টারনেটে আসা ভিডিওতে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। আহতদের সাহায্য করতে অনেকে ছোটাছুটি করেন। রাস্তায় পড়ে থাকা এক আহত ব্যক্তির বুকে চাপ দিয়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখে গেছে এক ব্যক্তিকে। মাথা ফেটে যাওয়া আরেকজনের মাথা কাপড় দিকে বেঁধে দেন। এগিয়ে আসা ভ্যানটির সামনে থেকে একদিকে ঝাঁপিয়ে পড়ে কীভাবে আত্মরক্ষা করেন। তিনি বলেন, ভ্যানটি সোজা আমাদের সবার দিকে এগিয়ে আসে। সেখানে অনেক মানুষ ছিল। আমাদের সরে যেতে বলছিল কেউ। ঈশ্বরকে ধন্যবাদ, আমি একদিকে সরে যেতে পেরেছিলাম। সবাই অনেক আঘাত পেয়েছে। আমার চারপাশে আহতরা পড়ে ছিল। সেভেন সিস্টার্স রোডের বাসিন্দা এক নারী জানান, তিনি লোকজনকে ‘চিৎকার করতে ও আর্তনাদ করতে দেখেছেন। তিনি বলেন, সবাই চিৎকার করে বলছিল একটি ভ্যান লোকজনকে আঘাত করেছে। ফিন্সবেরি পার্ক মসজিদের বাইরে একটি সাদা ভ্যান থেমে ছিল, মনে হচ্ছিল ভ্যানটি নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আসা লোকজনকে আঘাত করেছে। তাদের বাসার সামনের রাস্তাটি পুলিশের গাড়ি, এ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িতে ভরে গেছে বলে জানিয়েছেন তিনি। ভ্যানচালক একজন দীর্ঘকায় শ্বেতাঙ্গ পুরুষ। বয়স ৪৮ বছর। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করেছে। প্রাথমিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে ছেড়ে দেয়ার পরই তাকে পুলিশ হেফাজতে নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রুড বলেছেন, পুলিশ এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করেছে। লন্ডনের মেয়র সাদেক খান এ ঘটনাকে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। মেয়র বলেন, আমরা এখনও এ বিষয়ে বিস্তারিত জানি না, এটা পরিষ্কার যে লন্ডনবাসীর হামলাটি ছিল ইচ্ছাকৃত। যাদের ওপর হামলা চালানো হয় তাদের অনেকেই রমজানের নামাজ শেষ করছিলেন। এ ঘটনায় একাধিক হামলাকারী জড়িত ছিল বলে প্রত্যক্ষদর্র্শীদের কেউ কেউ বলেছে। তারা বলেছে আহতদের কাউকে কাউকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে পুলিশ ছুরিকাহত হওয়ার খবর নাকচ করে হামলাকারী একজন ছিল বলেই মত দিয়েছে। সোমবার ভোরের দিকেই পুলিশ নিশ্চিত করে যে এ হামলায় একজন নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ব্রিটেনে মুসলিম কাউন্সিলের মহাসচিব হারুন খান সামাজিক মাধ্যমে লিখেছেন, ইচ্ছাকৃতভাবে প্রার্থনারতদের ওপর ভ্যান চালিয়ে দেয়া হয়েছে এবং এতে তিনি বিস্মিত এবং ক্ষুব্ধ। কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এটা ইসলামোফোবিয়ার (ইসলাম-ভীতি) একটি হিংসাত্মক প্রকাশ। তারা সব মসজিদের আশপাশে বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছে। উত্তর লন্ডনের ইহুদি সম্প্রদায়ের কাউন্সিলের পক্ষ থেকে টুইটারে এ হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করা হয়েছে। ম্যানচেস্টার, ওয়েস্টমিনস্টার এবং লন্ডন ব্রিজে হামলার মতো এটাও নির্দিষ্ট কমিউনিটি টার্গেট করে চালানো হামলা। একই সঙ্গে এটি পারস্পরিক সহনশীলতা, স্বাধীনতা এবং শ্রদ্ধাবোধের ওপরও হামলা।
×