ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্ভিদের বংশ বৃদ্ধি

প্রকাশিত: ০৭:০৪, ১৯ জুন ২০১৭

উদ্ভিদের বংশ বৃদ্ধি

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স অধ্যায় : ৪ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২৬। বৃতির প্রতি খন্ডকে কী বলে? উত্তর : বৃত্যাংশ ২৭। ফুলের কোন অংশ অন্য অংশগুলোকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে? উত্তর : বৃতি ২৮। ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবককে কী বলে? উত্তর : দলমন্ডল ২৯। দলমন্ডল পোকা-মাকড় ও পশুপাখি আকর্ষণ করে ও পরাগায়ন নিশ্চিত করে কেন? উত্তর : দলমন্ডল রঙিন হওয়ায় ৩০। ফুলের তৃতীয় স্তবকের নাম কী? উত্তর : পুংস্তবক ৩১।পুংস্তবকের প্রতিটি অংশকে কী বলে? উত্তর : পুংকেশর ৩২। পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে? উত্তর : পুংদন্ড ৩৩। পুংকেশরের শীর্ষের থলির মতো অংশকে কী বলে? উত্তর : পরাগধানী ৩৪। ফুলের কোন কোন অংশ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে? উত্তর : পুংস্তবক ও গর্ভকেশর ৩৫। ফুলের চতুর্থ স্তবকের নাম কী? উত্তর : স্ত্রীস্তবক বা গর্ভকেশর ৩৬। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে কী গঠিত হয়? উত্তর : একটি স্ত্রী স্তবক ৩৭। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে কী বলে? উত্তর : যুক্তগর্ভপত্রী ৩৮। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে আলাদা থাকলে তাকে কী বলে? উত্তর : বিযুক্তগর্ভপত্রী ৩৯। গর্ভপত্রের কয়টি অংশ? উত্তর : ৩টি ৪০। গর্ভপত্রের ৩টি অংশের নাম লিখ। উত্তর : গর্ভাশয়, গর্ভদন্ড ও গর্ভমুন্ড ৪১। গর্ভাশয়ের ভিতরে কী সাজানো থাকে? উত্তর : ডিম্বক ৪২। ডিম্বকে কী সৃষ্টি হয়? উত্তর : স্ত্রী জননকোষ বা ডিম্বাণু ৪৩। ফুলের বৃতি ও দলমন্ডলকে কী বলে? উত্তর : সাহায্যকারী স্তবক ৪৪। ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবককে কী বলে? উত্তর : অত্যাবশ্যকীয় স্তবক ৪৫। কান্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ এই শাখাকে কী বলে? উত্তর : পুষ্পমঞ্জরী ৪৬। পরাগায়নের জন্য ফুলের কোন অংশের গুরুত্ব খুব বেশি? উত্তর : পুষ্পমঞ্জরীর ৪৭। পুষ্পমঞ্জরীর শাখার বৃদ্ধি অসীম হলে তাকে কী বলে? উত্তর : অনিয়ত পুষ্পমঞ্জরী ৪৮। পুষ্পমঞ্জরীর শাখার বৃদ্ধি সসীম হলে তাকে কী বলে? উত্তর : নিয়ত পুষ্পমঞ্জরী ৪৯। কাকে পরসংযোগ বলা হয়? উত্তর : পরাগায়নকে ৫০। ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত কী? উত্তর : পরাগায়ন
×