ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিস

বোমা হামলার ১৬ বছর আজ

প্রকাশিত: ০৪:২৩, ১৬ জুন ২০১৭

বোমা হামলার ১৬ বছর আজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১৬ বছর পূর্তি আজ। এ বোমা হামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনার ১৬ বছরেও বিচার কাজ সম্পন্ন হয়নি। দীর্ঘদিনেও নৃশংস এই হত্যাকা-ের বিচার না হওয়ায় নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে এ নৃশংস হত্যাকা-ের নিষ্পত্তির দাবি করেন। ১৬ জুনের সেই ভয়াবহ ট্র্যাজেডির কথা আজও নারায়ণগঞ্জবাসীসহ নিহতদের স্বজনরা ভোলেননি। আহতরা প্রাণে বেঁচে গেলেও অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে অর্থকষ্টে। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সহায়তার নানা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের বিশেষ শাখা (সিআইডি) এ মামলায় দীর্ঘ ১৩ বছর পর ২০১৩ সালের ২ মে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উল্লাহ জুয়েল, মুফতি হান্নানসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। ৬ আসামির মধ্যে কারাগারে রয়েছে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া একমাত্র আসামি শাহাদাত উল্লাহ জুয়েল, বৃটিশ হাই কমিশনারের উপর বোমা হামলার মামলায় মত্যুদ- কার্যকর করা হয় মুফতি হান্নানের। জামিনে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু ও ওবায়দুল হক। পলাতক রয়েছে ২ সহোদর আনিসুল মোরছালিন ও মাহাবুবুল মুত্তাকিম। জানা গেছে, ২০০১ সালের ১৬ জুন রাতে শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের পূর্ব নির্ধারিত সভায় বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে আওয়ামী লীগ অফিস ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণে নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পি ও নজরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী নিহত হয়। আহত হন সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এই ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে বিস্ফোরণ ও হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই বোমা হামলায় নিহত ও আহতের পরিবার অমানবিক জীবন যাপন করছে।
×