ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা ও ইউপি সদস্য আটক

প্রকাশিত: ০৬:৫১, ১৫ জুন ২০১৭

ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা ও ইউপি সদস্য আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ঘুষের সাত হাজার টাকাসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদ ও ঘুষে সহায়তাকারী ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে দুদক। বুধবার দুপুরে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। খুলনা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক ড. আবুল হোসেন জানান, আশাশুনি উপজেলার বকচরা গ্রামের ইউনুচ আলীর কাছে মিউটেশন করে দেয়ার নাম করে আট হাজার টাকা ঘুষ দাবি করে ভূমি কর্মকর্তা। যার সরকারী ফি ১১৫০ টাকা মাত্র। ইউনুচ আলী ঘটনাটি দুদকে জানালে বুধবার ওই অফিসে দুদক অভিযান চালায়। সেখান থেকে ঘুষের সাত হাজার টাকাসহ মনিরুরকে আটক করা হয়। এ ঘটনায় সহায়তাকারী হিসেবে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে দুদক। ফতুল্লায় চাচিকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার হরিহরপাড়া এলাকায় চাচি সাহেদা বেগমকে হত্যার দায়ে ভাতিজা ফাহিম আহমেদকে মৃত্যুদ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার এ রায় দেন। উল্লেখ্য, সদর উপজেলার ফতুল্লার হরিহরপাড়া এলাকার ফাহিম আহমেদ ছাব্বির তার মেয়েবান্ধবীর সঙ্গে দেখা করার জন্য সহপাঠি ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্র সৈকত ও ইফতির কাছ থেকে টাকা ধার নেয়। বন্ধুরা ধার নেয়া টাকা ফেরত চাইলে ফাহিম তার চাচি সাহেদা বেগমের কাছে ৫ হাজার টাকা চায়। চাচি টাকা দরকারের কারণ জানার পর বিষয়টি তার মাকে বলে দেবে বলে হুমকি দেয়। এই কারণে ফাহিম তার চাচিকে হত্যার পরিকল্পনা করে। পবরর্তীতে ২০১৫ সালের ২৯ জানুয়ারি রাত আটটার দিকে ফাহিম আহমেদ বাসার কলিংবেল টিপে বাসায় প্রবেশ করে তাকে হত্যা করে। রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১০ নবেম্বর স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নবেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানদের সমম্বয়ে অনুষ্ঠিত জরুরী সভায় এ সিন্ধান্ত গৃহীত হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বলা হয়, প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা পদ্ধতি গত বছরের মতোই বলবৎ থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি শীঘ্রই বিভিন্ন পত্রিকায় এবং রুয়েটের ওয়েবসাইটে িি.িৎঁবঃ.ধপ.নফ প্রকাশ করা হবে। শিক্ষা বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ছয় উপজেলার দরিদ্র মেধাবী ২৮ শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করেছে আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিট। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়াস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এবার এসএসসি পাস করেছে এমন দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এতে প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার করে মোট তিন লাখ ৩৬ টাকা দেয়া হয়। আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিটের কর্মসূচী সমন্বয়কারী খম রাশেদুল আরেফীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক তাহমিন হক ববী, আরডিআরএস নীলফামারী ইউনিটের উর্ধতন কর্মসূচী ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) গোলাম মোস্তফা প্রমুখ। খুবিতে চিত্র প্রদর্শনী স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে লিভ নো দলিত বিহাইন্ড শীর্ষক দুই দিনব্যাপী এক চিত্র প্রদর্শনী বুধবার শুরু হয়েছে। সকাল ১০ টায় ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। দেশের বিভিন্ন স্থান থেকে প্রদর্শনীর ছবিগুলো তুলেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্তিকা কামাল এবং উজান রহমান। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট কালেক্টিভের(আরডিসি) চেয়ারপার্সন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গবেষক ড. মেজবাহ কামাল।
×