ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ০৬:৫১, ১৫ জুন ২০১৭

শেরপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ জুন ॥ নালিতাবাড়ীতে মোটরসাইকেল চাপায় মমতা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার নয়াবিল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সে স্থানীয় মগর আলীর স্ত্রী। জানা যায়, নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর দুইলেন সড়কের নয়াবিল বাজার এলাকায় গৃহবধূ মমিনা বেগম রাস্তা পার হচ্ছিলেন। ওইসময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। মুন্সীগঞ্জে বৃদ্ধ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ জানান, টঙ্গিবাড়ী উপজেলার আলদীবাজার এলাকার ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে নজরুল ঢালী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত ও আহত হয়েছে ৩ জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোপালপুরে দুই শিশু নিখোঁজ ॥ একজনের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ জুন ॥ গোপালপুরের গোলাবাড়ী এলাকা থেকে দুই শিশু নিখোঁজের ১৫ ঘণ্টা পর নিকটবর্তী ঝিনাই নদী থেকে বুধবার সকালের দিকে নীরব হাসান (৬) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নূর নবী ইসলাম এখনও নিখোঁজ রয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। নিহত নীরব হাসান গ্রামের জামাল হোসেনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র এবং নিখোঁজ নবী ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় কিন্ডার গার্টেনের প্লে শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের জামাল হোসেনের ছেলে নীরব হাসান ও রফিকুল ইসলামের ছেলে নবী ইসলাম সম্পর্কে মামা-ভাগ্নে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি শেষে বাড়িতে বই-খাতা রেখে বাইরে খেলতে যায়। কিছু সময় পর তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোন সন্ধান মেলেনি। পটিয়া হাসপাতালের সামনে যুবকের লাশ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৪ জুন ॥ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অজ্ঞাতনামা এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। যার আনুমানিক বয়স ২২ বছর। বুধবার সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে পুলিশ লাশটি উদ্ধার মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, বাক প্রতিবন্ধী অজ্ঞাতনামা ওই যুবক গত রবিবার রাত সাড়ে ৯টায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
×