ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিপাবলিকানদের কাছে ইতিবাচক, ডেমোক্র্যাটরা বলছেন অগ্রহণযোগ্য

সিনেটে সেশনসের সাক্ষ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৬:৩৯, ১৫ জুন ২০১৭

সিনেটে সেশনসের সাক্ষ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস মঙ্গলবার সিনেটের গোয়েন্দা কমিটিতে সাক্ষ্যদানকালে গত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ফল প্রভাবিত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে কোন ধরনের গোপন সমঝোতার কথা বেমালুম অস্বীকার করেছেন। খবর এএফপি। জেফ সেশনস বলেন, ২০১৬ সালের নির্বাচনে বাইরের কারও হস্তক্ষেপ কামনা করে কোন রাশিয়ান নাগরিকের সঙ্গে আমার অথবা নির্বাচন সংশ্লিষ্ট কারও দেখা-সাক্ষাত বা আলোচনা কোনটিই হয়নি। এটি একটি নির্জলা ডাহা মিথ্যা কথা। গত ফেব্রুয়ারিতে এ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর এটি জেফ সেশনসের প্রথম শপথ গ্রহণপূর্বক সাক্ষ্যদান। গত সপ্তাহে বরখাস্তকৃত এফবিআইপ্রধান জেমস কোমির চাঞ্চল্যকর সাক্ষ্য প্রদানের পর আড়াই ঘণ্টাব্যাপী এই শুনানিতে সেশনস কয়েকজন সিনেটরের জিজ্ঞাসাবাদের জবাবে বেশ কৌঁসুলি উত্তর দেন এবং ‘গোপনীয়তার’ দোহাই দিয়ে তিনি অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এতে অনেক ডেমোক্র্যাট সদস্য অধৈর্য হয়ে জেফ সেশনসকে এই মর্মে সতর্ক করেন যে, তিনি গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর আগে ৭০ বছর বয়স্ক এই এ্যাটর্নি জেনারেল নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে সব ধরনের তদন্ত থেকে নিজেকে দূরে রাখার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি নিজেকে তদন্ত থেকে দূরে সরিয়ে রাখলেও জেমস কোমি যখন নির্বাচনে মাইকেল ফ্লিন, জেরাড কুশনার বা অন্য আরও অনেকের সঙ্গে রুশ সম্পৃক্ততা প্রমাণে সত্যের কাছাকাছি অবস্থানে চলে গেলেন, তখন তিনি কোমিকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেন। যে কথা ট্রাম্প নিজেও বলেছিলেন যে, জেফ সেশনসের পরামর্শে তিনি কোমিকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মাধ্যমে সেশনস নিজেকে হোয়াইট হাউসকেন্দ্রিক জটিলতায় কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। জেফ সেশনস্ খুব চতুরতার সঙ্গে এই প্রশ্নটির উত্তর বার বার এড়িয়ে যান যে, কেন তিনি কোমিকে বরখাস্ত করার সুপারিশ করেছিলেন, তিনি কী প্রেসিডেন্টকে জানাননি যে, কোমি নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছেন? এসব প্রশ্নের উত্তর না দিয়ে সেশনস চুপ করে থাকেন। জিজ্ঞাসার জবাব না পেয়ে একপর্যায়ে সিনেটর মার্টিন হেনরি বলেন, ‘আপনার নীরবতা অনেক (না বলা কথা) কথার ইঙ্গিত দিচ্ছে। জবাবে সেশনস বলেন, ‘আমি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না বরং (নীরবতার মাধ্যমে) বিচার বিভাগের ঐতিহাসিক নীতি অনুসরণ করছি।’ অথচ গত সপ্তাহে এই সিনেট কমিটির সামনে বক্তব্য রাখার সময় জেমস কোমি প্রায় সব প্রশ্নের জবাব দিয়েছিলেন। কোমি এ্যাটর্নি জেনারেল সেশনস সম্পর্কে বলেন, সেশনসের রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কোন এক হোটেলে সাক্ষাত ও যোগাযোগের বিষয়টি যে, আমি জানি এবং ভবিষ্যতে এতে তার সমস্যা হবে এটি এ্যাটর্নি জেনারেল বুঝতে পারেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সিনেট কমিটিতে জেফ সেশনস, রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে তার দুবার দেখা-সাক্ষাতের কথা স্বীকার করেন তবে ২০১৬ সালের ২৭ এপ্রিল মে ফ্লাওয়ার হোটেলে তার তৃতীয়বার সাক্ষাতের সময় কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা অস্বীকার করেন। সিনেট কমিটিতে সেশনসের সাক্ষ্যদানের পর রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা স্পষ্টত দলীয় মতাদর্শের ভিত্তিতে তাদের মতামত ব্যক্ত করেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রনা ম্যাক ডানিয়েল সেশনসের সততা ও পেশাদারত্বের প্রশংসা করে বলেন, (রুশ সংশ্লিষ্টতার) কোন প্রমাণ নেই, ভুল কিছু হয়নি, প্রেসিডেন্ট ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে বিচারকে বাধাগ্রস্ত করার কোন ঘটনা হয়নি তবে এই টানাহেঁচড়া কেন? কত দিন ধরে এটা চলবে? পক্ষান্তরে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম ল্যাংগেভিন বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ শুনানিতে যে ধরনের তথ্যপ্রমাণ উপস্থাপনের প্রয়োজন ছিল, সেশনস তা উপস্থাপন করেননি। অন্য সরকারী কর্মচারীদের মতো সেশনসের কর্তব্য ছিল কংগ্রেসের বিবেচনার জন্য সবকিছু উপস্থাপন করা। সংবিধান সমুন্নত রাখার যে শপথ তিনি নিয়েছিলেন তিনি সেই বাধ্যবাধ্যকতা পাশ কাটিয়ে গেছেন। তাই তার এই বক্তব্য অসার ও অগ্রহণযোগ্য।
×