ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ক্রিকেট জেতা একটা বিপ্লব ॥ মিতালি

প্রকাশিত: ০৭:০০, ১৩ জুন ২০১৭

বিশ্বকাপ ক্রিকেট জেতা একটা বিপ্লব ॥ মিতালি

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে ১২ বছর আগে ভারত মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন মিতালি রাজ। আর সেবারই নিজেদের সেরা সাফল্য পায় ভারতীয় মহিলারা। অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়। অথচ ওই সময় কিছু অর্জন করতে হবে তেমন কোন চিন্তাভাবনাই ছিল না। ২০০৫ থেকে এখন পর্যন্ত তিন বিশ্বকাপ। এখন মিতালি উপলব্ধি করছেন বিশেষ কিছু অর্জন করতে হবে। আগামী ২৪ জুন ১১তম মহিলা বিশ্বকাপ আসর মাঠে গড়াবে ২৪ জুন থেকে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপে এবার অধরা স্বপ্নটাকেই পূরণ করার আকাক্সক্ষা মিতালির। তিনি মনে করেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেন সেটা এক মহা বিপ্লব হবে। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার মিতালি। সর্বকালের সেরা মহিলা ওয়ানডে ব্যাটার ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস। তবে তাকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ভারতের অধিনায়ক মিতালির। সেজন্য আর মাত্র ২১২ রান প্রয়োজন তার। আসন্ন বিশ্বকাপ খেলার জন্য ইতোমধ্যেই ইংল্যান্ডে চলে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এ সময় তিনি দলের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে চাই কারণ এটা একটা বিপ্লব হবে। ভারতীয় মেয়েদের ক্রিকেটে একটি ব্যাপক পরিবর্তন আনবে। এই খেলাটির প্রতি আগ্রহী হওয়ার ক্ষেত্রে নবাগত মেয়েদের জন্য সেটা দারুণ চালিকাশক্তি হিসেবে কাজ করবে।’ এবার বিশ্বকাপের স্কোয়াডে শুধুমাত্র তিন স্পেশালিস্ট পেসার রেখেছে দলে ভারতের মেয়েরা। ঝুলন গোস্বামী, শিখা পান্ডে ও মানসি জোশি। অথচ ইংল্যান্ডের কন্ডিশন মূলত সিমারদের জন্য ও সুইং বোলারদের জন্য সুবিধাজনক। অন্য সাত দলের চেয়ে ভারতীয় মহিলা দল কিছুটা দুর্বল পেস বোলিং আক্রমণ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে। তবে মিতালি এটা নিয়ে বিন্দুমাত্র ভীত হচ্ছেন না। তিনি বলেন, ‘গত দুই সিরিজে এই তিন পেসার অনেক ভাল করেছেন। আমরা আগে থেকে অনুমান করতে পারি না যে বিশ্বকাপে গিয়ে কেউ ইনজুরিতে পড়বে কিনা। তবে এটা খুবই জরুরী তিনজনই পুরোপুরি ফিট থাকা।’ ক্রীড়া পরিবারের আলোচনা সভা আজ স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক জাতীয় ফুটবলার এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়ের আকস্মিক ব্রেন স্ট্রোকে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাৎক্ষণিক ব্যক্তিগত উদ্যোগে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থ গ্রহণ, সহকর্মী, শুভাকাক্সক্ষী ও সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করতে বিকেল সাড়ে ৪টায় পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম এক আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করেছে সম্মিলিত ক্রীড়া পরিবার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদসহ দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা।
×