ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রীতি ম্যাচে কোনরকমে হার এড়াল জার্মানি

প্রকাশিত: ০৪:৩৫, ৮ জুন ২০১৭

প্রীতি ম্যাচে কোনরকমে হার এড়াল জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ আর কিছুদিন বাদেই শুরু হবে ফিফা কনফেডারেশন্স কাপ। তার আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও আছে। এর আগে প্রীতিম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে এই ম্যাচগুলোতে বিশ্রাম দেয়া হচ্ছে তারকা ফুটবলারদের। এর মধ্যে আছেন অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের, ম্যাটস হামলেস, জেরোমে বোয়েটেং, টনি ক্রুস, টমাস মুলারসহ আরও অনেকে। আর এই সুযোগে জার্মানদের হারানোর মোক্ষম সুযোগ পেয়েছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত তা হয়নি। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত জার্মানি-ডেনমার্কের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচে ছয়জনের অভিষেক হয়েছে জার্মানির। একসঙ্গে মাত্র একদিন অনুশীলন করে দল। আর তাতেই ডেনমার্কের সঙ্গে হারতে বসেছিল জোয়াকিম লোর দল। জার্মানি সবসময় দলগতভাবে শক্তিশালী। দলটিতে মেসি-রোনাল্ডোর মতো একক প্রতিভার খেলোয়াড় না থাকলেও ১১জন মিলে প্রায়ই অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ডেনমার্কের সঙ্গে ম্যাচটি দিয়ে তারা সাইডবেঞ্চের শক্তি জানান দেয়ার চেষ্টা করে। ম্যাচে জার্মানি খুব একটা গোছালো আক্রমণ গড়তে পারেনি। তবু রক্ষণ ঠিক রেখে লো দলকে উজ্জীবিত করেন। এই ম্যাচে মূলত রাশিয়া বিশ্বকাপের একটা পরীক্ষা চালান জার্মান বস। নতুনদের শক্তি সম্পর্কে তিনি ওয়াকিবহাল হওয়ার চেষ্টা করেছেন। ম্যাচের ১৮ মিনিটে এরিকসনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। এভাবেই শেষ হয় প্রথমার্ধ। এই গোলেই জিততে চলেছিল ডেনিশরা। কিন্তু সর্বনাশ হয় ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে। অর্থাৎ জার্মানি সমতাসূচক গোলের দেখা পায় ৮৮ মিনিটে। দারুণ এক গোল করে দলকে হার থেকে রক্ষা করেন বেয়ার্ন মিউনিখের রাইট ব্যাক জশুয়া কিমিচ।
×