ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্যারিসে পুলিশের ওপর হামলাকারীকে গুলি

প্রকাশিত: ০৯:১৯, ৭ জুন ২০১৭

প্যারিসে পুলিশের ওপর হামলাকারীকে গুলি

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে নটর ডেম ক্যাথেড্রালের কাছে হামলা হয়েছে পুলিশের ওপর। ঐ সময় ক্যাথেড্রালে ৯ শ’ লোক ছিল। লন্ডনের হামলার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার প্যারিসে এই হামলা হলো। হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার উদ্দেশ্য কি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ কর্মকর্তারা একে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। খবর বিবিসির। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান নটর ডেম ক্যাথেড্রালে আটকে পড়া অনেকে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন। ফরাসি পুলিশ বলেছে, নটর ডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়েছে। হামলাকারী বুকে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। গণমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ক্যাথেড্রালের কাছে প্যারিসের পুলিশ সদরদফতরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয়। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাটি বন্ধ করে দেয় এবং লোকজনকে দূরে সরে থাকতে বলে। এক টুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একজন পুলিশ আহত হয়েছেন।
×