ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার কমিউনিটির প্রার্থী ১২ জন

ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব বাড়াতে চান বাঙালীরা

প্রকাশিত: ০৩:৫৫, ৭ জুন ২০১৭

ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব বাড়াতে চান বাঙালীরা

সালাম মশরুর, সিলেট অফিস ॥ যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে ১২ ব্রিটিশ বাঙালী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। প্রার্থী যে দলের হোন না কেন- বাঙালীরা চান তাদের কমিউনিটির এসব প্রতিনিধি নির্বাচনে জয় লাভ করুক। আগামী ৮ জুনের নির্বাচনে লেবার দল থেকে ৮ জন, লিবারেল ডেমোক্র্যাটস দল থেকে ২ জন এবং স্বতন্ত্র ২ জন মিলিয়ে মোট ১২ বাঙালী প্রার্থী নির্বাচন করছেন। তবে কোন বাঙালী এবার কনজারভেটিভ পার্টির মনোনয়ন পাননি। ২০১৫ সালের নির্বাচনে বাঙালী প্রার্থীর সংখ্যা ছিল ১১ জন। সে সময় বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এ্যান্ড বো আসনে রুশনারা আলী, সেন্ট্রাল লন্ডনের হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্ন আসনে টিউলিপ সিদ্দিক এবং ইলিং সেন্ট্রাল এ্যান্ড এ্যাকটন আসনে রুপা হক এমপি নির্বাচিত হন। তারা তিনজনই লেবার দলীয় রাজনীতিক। বাঙালী এই তিনকন্যা এবারও লেবার দলের পক্ষে নিজ নিজ আসন ধরে রাখার লড়াইয়ে নেমেছেন। লেবার দলের বাকি পাঁচ প্রার্থীর মধ্যে ওয়েলিং এ্যান্ড হ্যাটফি থেকে ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া এবং বেকেনহাম থেকে মেরিনা আহমেদ নির্বাচন করছেন। গতবারও তারা সংশ্লিষ্ট আসনগুলোতে লেবার দলের প্রার্থী ছিলেন। এর পাশাপাশি এবার স্কটল্যান্ডের এডিনবারা সাউথ ওয়েস্ট থেকে ফয়সল চৌধুরী এমবিই, পোর্টসমাউথ নর্থ থেকে আব্দুল্লাহ রুমেল খান এবং সাউথ থ্যানেট আসনে রওশন আরা লেবার দলের মনোনয়ন পেয়েছেন। এবারের নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট দলের প্রার্থী হয়েছেন দুজন। লুটন সাউথ আসনে ২০১৫ সালে নির্বাচন করেছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আশুক আহমদ এমবিই। এবারও তিনি একই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। তার পাশাপাশি লিবারেল ডেমোক্র্যাট দল ডিসট্রিক্ট কাউন্সিলার সাজু মিয়াকে ওয়াইর ফরেস্ট আসনে মনোনয়ন দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দুজনের মধ্যে আজমল মাশরুর পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এ্যান্ড বো আসনে প্রার্থী হয়েছেন। আর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওলিউর রহমান নির্বাচন করছেন পপলার এ্যান্ড লাইম হাউস আসনে। বিগত পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু নাতনী টিউলিপ সিদ্দিকের ভূমিকা ছিল প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই বেশ আলোচিত ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেছেন টিউলিপ। ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ আসন কিলবার্ন-হ্যাম্পস্টেডের লেবার দলীয় এমপি, শেখ রেহানা কন্যা বঙ্গবন্ধু নাতনী টিউলিপের নির্বাচনকে প্রেস্টিজ ইস্যু হিসেবে দেখছে যুক্তরাজ্য আওয়ামী লীগের লেবার সমর্থক শীর্ষ নেতৃবৃন্দ।
×