ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অসি ব্যাটসম্যানদের টার্গেট দ্রুত রান করা, ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশী বোলারদের

বাংলাদেশের দুর্বলতা জানেন ম্যাক্সওয়েল!

প্রকাশিত: ০৫:২৩, ৫ জুন ২০১৭

বাংলাদেশের দুর্বলতা জানেন ম্যাক্সওয়েল!

মোঃ মামুন রশীদ ॥ ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছেন। ভক্ত-সমর্থকদের মন জুড়িয়ে দিয়েছেন তিন শতাধিক রান করে। কিন্তু এত বড় সংগ্রহটাকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি বাংলাদেশ দল। উল্টো ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। এ কারণে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের বোলিং লাইনআপের দুর্বলতা। সেদিকেই এখন বিশেষ নজর অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের। দলের অন্য ব্যাটসম্যানদেরও বাংলাদেশের দুর্বল বোলিংয়ের সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাই আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশী বোলারদের অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হবে। বিধ্বংসী ডেভিড ওয়ার্নার, এ্যান ফিঞ্চ, ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেডরা হয়ে উঠবেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বাংলাদেশী বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টির আক্রমণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এ কারণে জিততেই হবে আজ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। সেমিফাইনালে ওঠার রাস্তা সুগম করতে হলে এর কোন বিকল্প নেই। পারফর্মেন্সে দারুণ উন্নতি করা বাংলাদেশকে নিয়ে যে কোন প্রতিপক্ষই এখন বেশ উদ্বিগ্ন থাকে। কিন্তু এবার মাশরাফি বিন মর্তুজাদের মোকাবেলায় নামার আগেই বাড়তি সাহস পাচ্ছে অসিরা। কারণ বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের বোলিং দুর্বলতা। গত কয়েক ম্যাচে বড় একটি সংগ্রহকেও বাঁচিয়ে জেতার ক্ষেত্রে বোলারদের ব্যর্থতা প্রকটভাবে ফুটে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বোলাররা দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ইংল্যান্ডে আসার পর থেকেই বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। বিশেষ করে ইংল্যান্ডের পেসবান্ধব উইকেটেও বাংলাদেশের পেসাররা তুলোধুনো হচ্ছেন। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৪১ রান করেও হেরেছে বাংলাদেশ দল। বোলাররা ওই ম্যাচে চরমভাবে ব্যর্থ হয়েছেন। আরেক প্রস্তুতি ম্যাচে ভারতের বিশাল সংগ্রহ হয়েছে বোলারদের অনিয়ন্ত্রিত ও আলগা বোলিংয়ের কারণে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আছেন ৫ পেসারÑ অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে মাশরাফি তার বোলিংয়ে নিয়ন্ত্রণ রাখতে পারলেও অন্যতম ভরসা মুস্তাফিজ নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই। প্রস্তুতি ম্যাচেও তিনি ভারতের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি। তাসকিনের বলে নেই কোন ধার। যে কারণে একাদশেই সুযোগ পাচ্ছেন না তিনি। রুবেল ভাল করলেও সেটা প্রয়োজন মেটাতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন রুবেল, মুস্তাফিজ ও মাশরাফি। ৮ জন ব্যাটসম্যানকে খেলানো হয়েছে। স্পেশালিস্ট কোন স্পিনার ছিল না। আর সেই বোলার সঙ্কটে ভুগতে হয়েছে ৩০৫ রান করার পরও ইংলিশরা যখন দুর্দান্ত ব্যাটিং করে বোলারদের পিটিয়েছে। শফিউলও তেমন ভাল অবস্থায় নেই তা প্রস্তুতি ম্যাচেই দেখা গেছে। তাই এখন মুস্তাফিজ-রুবেলের জ্বলে ওঠার বিকল্প নেই। তারা নিজেদের ফিরে না পেলে আজও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ভুগতে হবে। বাংলাদেশের বোলিং নিয়ে যে দুঃশ্চিন্তা, সেটা খেয়াল করেই টগবগ করে ফুটছেন আক্রমণাত্মক অসি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘উইকেটগুলো খুবই ভাল ব্যাটিংয়ের জন্য। সে কারণে বাংলাদেশের বোলাররা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে চিড় ধরাতে পারেনি। এটাই বিশেষ ব্যাপার যেটাকে আমরা টার্গেট করতে পারি। তাদের দলে ১৪৫ কিলোমিটার গতিবেগের কোন বোলার নেই এবং কৌশলী কোন স্পিনারও নেই। অন্য দলগুলোর যেখানে এমনটা দেখা যায় তাদের সেটার ঘাটতি আছে। আমরা সেটাকে কাজে লাগিয়ে তাদের ওপর চড়াও হতে পারি।’ গত ৯ ওয়ানডেতে বোলিং করার সুযোগ পাননি ম্যাক্সওয়েল। ট্রাভিস হেড সেটা নিয়মিতই করছেন। ২৮ বছর বয়সী হেড এবং নিজেকে নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মনে করি হেড খুব ভাল করছে। আমিও নিজের বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করছি এবং আশা করছি হয়তো কোন পর্যায়ে গিয়ে সযোগ পাব।’ তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে বেশ প্রশংসাই ঝরেছে ম্যাক্সওয়েলের কণ্ঠে। তিনি বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ ভাল ব্যাটিং করেছে তারা।’ এমনকি বাংলাদেশের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ইতিহাসের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান চার্লস লারাও। তিনি বলেন, ‘তামিম খুবই আত্মবিশ্বাসী ক্রিকেটার। সে ঘরের মাটিতে খুবই ভাল ব্যাটিং করেছে এবং এখন বাইরেও সেটা করছে। ওভালের উইকেটে ব্যাট করা খুব সহজ নয়, সেখানেও ভাল করেছে সম্ভবত অভিজ্ঞতা দিয়ে। আমি মুশফিকুরের ব্যাটিংয়েও মুগ্ধ। সে যেভাবে ব্যাটিং করে দেখে মনে হয় যেন ১৫/২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’ ব্যাটিং নিয়ে আপাতত তাই দুঃশ্চিন্তার কোন কারণই নেই। কিন্তু বোলিং হয়ে গেছে ভোগান্তির নাম। দুর্বলতা কাটিয়ে ওঠার আরেকটি পরীক্ষা আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
×