ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রসূণ হালদার

চারুকলায় পড়তে চাইলে...

প্রকাশিত: ০৭:০৯, ৪ জুন ২০১৭

চারুকলায় পড়তে চাইলে...

ছবি আঁকতে ভাললাগে। ভাললাগে নতুন কিছু সৃষ্টি করতে। কিন্তু সেই ভাল লাগার বিষয়টি কখনও পেশা হিসাবে নেয়ার সাহস এসেছে মনে? ছোটবেলায় সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। শিল্পী হওয়ার স্বপ্ন দেখে কয়জন বা দেখলেও সেই পথে সাহস করে আগায় এমন লোকের সংখ্যাই বা কত। উত্তরটা জানলে অবাক হবেন, এমন লোকের সংখ্যা নেহাতই কম নয়। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ১৩৫টি আসনের জন্য ১৪০০০ বা তারও বেশি আবেদন জমা পড়ে। প্রতি আসনের জন্য বিপরীতে প্রতিযোগিতা করে ১০০ জনেরও বেশি শিক্ষার্থী। আপনি কি এ বছর এইচএসসি দিয়েছেন এবং ভাবছেন চারুকলায় পড়বেন? তাহলে জেনে নিন কি কি করতে হবে এ বিষয়ে পড়তে হলে। সাতটি সরকারী ও তিনটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয় ব্যতীত) পরীক্ষার জিপিএর যোগফল ৬.৫০ বা তার উর্ধে। অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে চতুর্থ বিষয় ব্যতীত ৩.০০ থাকতে হবে। এছাড়া অন্য বিশ্ববিদ্যালয়েও ভর্তির ন্যূনতম যোগ্যতা প্রায় কাছাকাছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একবার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া গেলেও অন্যান্য সরকারী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মোট ৮টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো- অঙ্কন ও চিত্রায়ন বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, ছাপচিত্র বিভাগ, ভাস্কর্য বিভাগ, মৃৎশিল্প বিভাগ, কারুশিল্প বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, শিল্পকলার ইতিহাস বিভাগ। এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২০ নম্বরের ওপর, এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ৮০ নম্বর (সর্ব মোট ২০০ নম্বর)। ৬০ নম্বর থাকে গঈছ পরীক্ষা এবং বাকি ৬০ নম্বর অঙ্কন পরীক্ষার ওপর। ৬০ নম্বরের গঈছ পরীক্ষায় ভাল করতে চাইলে যে কোন শিক্ষার্থীকে শিল্পকলার ইতিহাস, বাংলাদেশের স্থাপত্যকলা, সাহিত্য ও শিল্পকলা এবং সাম্প্রতিক বিষয়বস্তুর ওপর অবশ্যই দক্ষ হতে হবে। এছাড়াও বাংলা, ইংরেজী ও ব্যাকরণ বিষয়েও প্রস্তুতি নিতে হবে। গঈছ এবং অঙ্কনে সমান সমান নম্বর থাকা সত্ত্বেও অঙ্কনে প্রাপ্ত নম্বর চারুকলায় ভর্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। বর্তমানে চারুকলার শিক্ষার্থীদের টেলিভিশন মিডিয়া, এ্যাড ফার্ম, নিউজ পেপার, ফ্যাশন হাউস, এনিমেশন এ্যান্ড গেমিং ফার্ম, ডিজাইন, ফ্রিল্যান্স শিল্পী ইত্যাদি ক্ষেত্রে কাজ করার বিস্তর সুযোগ রয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যেন চারুকলায় পড়ার বিষয়ে বিস্তারিত ধারণা ও প্রস্তুতি নিতে পারে সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের (বিএফএ-সম্মান) শিক্ষার্থীরা অনুষদ প্রাঙ্গণেই প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ১ জুন থেকে ‘জংশন’ শীর্ষক কর্মশালার কার্যক্রম শুরু করেছে। যেখানে আপনি জানবেন বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি প্রস্তুতির আদ্যোপান্ত। যোগাযোগ : ০১৫৩১৫৪০০৯০, ০১৮৩৫৬৯২৪৯৪।
×