ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরে একবার নির্দিষ্ট সীমা স্পর্শ করলেই ‘আবগারি শুল্ক’

প্রকাশিত: ০৪:১১, ৪ জুন ২০১৭

বছরে একবার নির্দিষ্ট সীমা স্পর্শ করলেই ‘আবগারি শুল্ক’

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকের চলতি হিসাব বা সঞ্চয়ী হিসাবে টাকা একটি সীমা স্পর্শ করলে বছরে একবার নির্দিষ্ট পরিমাণ টাকা আবগারি শুল্ক হিসাবে কাটা হয়। এটি ১৯৪৭ সাল হতে প্রযোজ্য আছে। এবার পরিমাণ বাড়ানো হয়েছে। সর্বশেষ পরিমাণ নির্ধারণ করা হয় ২০১৫ সালে। এটি নিয়মিত ভাবে ২/৩ বছর পর পর পরিবর্তন করা হয়। এবারও তাই হয়েছে। এই মুহূর্তে বাজেটের সবচেয়ে আলোচিত দিক হলো ব্যাংক এ্যাকাউন্টে আবগারি শুল্ক। সাধারণত সেভিংস বা কারেন্ট এ্যাকাউন্টে সরকার মূলত দুই ধরনের শুঙ্ক বা ট্যাক্স বা কর কাটে। প্রথমত, এ্যাকাউন্টে জমা টাকার প্রাপ্ত লাভের ওপর ঞওঘ ধারী হলে ১০%, ঞওঘ ধারী না হলে ১৫%। দ্বিতীয়ত হলো এক্সেস ডিউটি বা আবগারি শুল্ক। এই আবগারি শুল্ক কাটা হয় বছরে একবার। এই আবগারি শুল্ক আপনার হিসাব থেকে কাটা হয় প্রতি বছরের শেষ দিনে মানে ৩১ ডিসেম্বর বা অনেক ব্যাংকে ১ জানুয়ারি। মূলত সারাবছর লেনদেনের ওপর ভিত্তি করে এই আবগারি শুল্ক কাটা হয়। সারাবছর ব্যাংকের হিসাব যদি ১ লাখ টাকার নিচে থাকে তাহলে কোন আবগারি শুল্ক দিতে হবে না। ব্যালেন্স যদি ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকার মাঝে থাকে তাহলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে। ১০ লাখ টাকার ওপর গেলে ২৫০০ টাকা হবে। এফডিআর বা স্থায়ী আমানত যদি বছরের মাঝে শুরু হয়ে বছরের মাঝেই শেষ হয় তাহলে আবগারি কর বা শুল্ক একবার দিতে হবে। কিন্তু তা যদি এক বছর শুরু হয়ে পরের বছর শেষ হয় মানে অক্টোবরে বা নবেম্বরে শুরু হয়ে পরের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হয় তাহলে দুইবার দিতে হবে। এক বছরের বেশি মেয়াদে এফডিআর করলে বছর প্রতি হিসাব হবে। মুগডাল ক্রয় করল জাপানী প্রতিষ্ঠান নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার উৎপাদিত মুগডাল কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করল জাপানী রফতানিকারক প্রতিষ্ঠান গ্রামীণ ইউগ্লেনা। বুধবার দুপুরে জেলার জীবননগর উপজেলার আশতলা গ্রামে এ ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। বারী-৬ জাতের মুগডাল বীজ চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় ৬০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। সাধারণ মুগডাল আকারে ছোট হওয়ার কারণে ফলন কম হয়। এ কারণে কৃষকরা বারী-৬ জাতের মুগডাল চাষে আগ্রহী হয়ে উঠেছে। বীজ বপন থেকে উত্তোলন করা পর্যন্ত এ চাষে সময় লাগে ৬০ দিন। সাধারণ মুগ বিঘা প্রতি উৎপাদন হয় ৩ মণ। সেখানে বারী-৬ জাতের মুগডাল উৎপাদন হচ্ছে ৬ মণ হারে। বর্তমানে খোলা বাজারে মুগডাল ২৬/২৭শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। তবে ইউগ্লেনা ক্রয় করছে ৩২শ টাকা মন দরে। উদ্বোধনী দিনে ২০ মেট্রিক টন মুগডাল ক্রয় করা হয়।
×