ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ রসায়ন;###;মোঃ মাসুদ খান

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৮:১০, ৩ জুন ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায় - ১ ॥ রসায়নের ধারণা (জ্ঞানমূলক প্রশ্নোত্তর) ০১। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর : আরবি ০২। আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো? উত্তর : মিশরীয় ০৩। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে? উত্তর : মিশরে ০৪। আলকেমি শব্দটি আরবি কী শব্দ হতে উদ্ভূত? উত্তর : আল-কিমিয়া ০৫। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত? উত্তর : আল-কেমি ০৬। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কী? উত্তর : সেলুলোজ ০৭। ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল? উত্তর : ৫০০০ বছর পূর্বে ০৮। মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত? উত্তর : কার্বন ও হাইড্রোজেন ০৯। কাপড়কে আকর্ষণীয় করে তুলতে প্রায় ৫০০০ বছর পূর্বে কোথায় রঙের ব্যবহার শুরু হয়েছিল? উত্তর : ভারতবর্ষে ১০। মরিচা কী? উত্তর : লোহা, অক্সিজেন ও পানির সৃষ্ট যৌগকে মরিচা বলে। ১১। কোন বিজ্ঞানকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়? উত্তর : রসায়নকে ১২। সেলুলোজ জাতীয় পদার্থে আগুন জ¦ালানোর ফলে কী পাওয়া যাবে? উত্তর : জলীয় বাষ্প ১৩। খ্রিস্টপূর্ব ২৬০০ বছর পূর্বে মিশরীয়রা খনি থেকে কোন মূল্যবান ধাতু আহরণ করেন? উত্তর : স্বর্ণ ১৪। কেরোসিনের প্রধান উপাদান কী কী? উত্তর : কার্বন ও হাইড্রোজেন ১৫। মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে? উত্তর : ২৬০০ বছর পূর্বে ১৬। আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে? উত্তর : প্রাচীন ও মধ্যযুগ ১৭। কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম মূলত কী দিয়ে গঠিত? উত্তর : কার্বনের যৌগ ১৮। লোহার কোন যৌগ মরিচা নামে পরিচিত? উত্তর : আর্দ্র অক্সাইড ১৯। আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কী? উত্তর : কারণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয় । ২০। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে কোন পদার্থ ব্যবহৃত হয়? উত্তর : প্রিজারভেটিভস ২১। প্রিজারভেটিভস এর গ্রহণযোগ্য মাত্রা কত? উত্তর : ০.১% ২২। মরিচার সংকেত লিখ। উত্তর : ঋব২ঙ৩.হঐ২ঙ ২৩। কেরোসিনকে দহন করলে কী উৎপন্ন হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপ ২৪। কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল? উত্তর : প্রাচীন মিশরীয় সভ্যতা ২৫। কাপড় তৈরির মূল উপাদান কী? উত্তর : তন্তু
×