ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে জয়ের ধারায় ভেনাস, স্টোসার ও মুগুরুজা

মাকারোভা-কেভিতোভার বিদায়

প্রকাশিত: ০৬:১৮, ২ জুন ২০১৭

মাকারোভা-কেভিতোভার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সামান্থা স্টোসার, শেলবি রজার্স, ভেনাস উইলিয়ামস এবং বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। তবে দ্বিতীয় রাউন্ড থেকেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন একাটেরিনা মাকারোভা, মনিকা পুইগ এবং পেত্রা কেভিতোভা। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। কিন্তু চলতি মৌসুমে ক্লে কোর্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তার ওপর চোট-শঙ্কায় ভুগছিলেন স্পেনের এই টেনিস তারকা। তবে ফরাসী ওপেনে এখন পর্যন্ত সঠিক পথেই রয়েছেন তিনি। টানা দুই ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডের টিকেট কেটে ফেলেছেন তিনি। বুধবার প্রথম পর্বের ম্যাচে গারবিন মুগুরুজা ৬-৭ (৪/৭), ৬-৪ এবং ৬-২ সেটে হারান এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভিটকে। টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫৩ নাম্বার খেলোয়াড় কোন্টাভিটকে হারিয়ে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন মুগুরুজা। চতুর্থ রাউন্ডে জায়গা করে নেয়ার পথে তার সামনে বাধা এখন কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভা। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকিও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৬-০ এবং ৬-০ সেটে রীতিমতো উড়িয়েই দেন কানাডিয়ান বাছাই ফ্র্যাঙ্কোইজ এ্যাবান্ডাকে। প্রতিপক্ষকে হারাতে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ওজনিয়াকির সময় লাগে মাত্র ৫২ মিনিট। ম্যাচ জয়ের পর দারুণ উচ্ছ্বসিত ড্যানিশ টেনিস তারকা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার মনে হয় এখন কিছুটা ভালই অনুভব করছি। আপনারা তো জানেনই যে, ক্লে কোর্ট আমার প্রিয় নয় কিন্তু এখানে এবার বল খুব ভালভাবেই আঘাত করতে পারছি। আজ খুব ভাল খেলেছি, আশা করি পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে পারব। গারবিন মুগুরুজা, ক্যারোলিন ওজনিয়াকি ছাড়াও ফরাসী ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন সামান্থা স্টোসার এবং ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান তারকা স্টোসার এদিন ৬-২ এবং ৭-৬ (৮/৬) সেটে পরাজিত করেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন স্টোসার এদিন প্রতিপক্ষকে হারাতে সময় নেন মাত্র ১ ঘণ্টা ৩৩ মিনিট। সেইসঙ্গে টানা নবমবারের মতো রোঁলা গ্যারোর এই টুর্নামেন্টের শেষ ৩২ এ জায়গা করে নিয়েছেন। তৃতীয় রাউন্ডের টিকেট কেটে দারুণ তৃপ্ত স্টোসার। তবে পরের রাউন্ডেই অগ্নিপরীক্ষা অস্ট্রেলিয়ান তারকার। কেননা তৃতীয় রাউন্ডে যে প্রতিপক্ষ হিসেবে বেথানি মাটেক স্যান্ডসকে পাচ্ছেন তিনি। আমেরিকান তারকা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কঠিন লড়াইয়ের পর হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে। আমেরিকান বাছাই বেথানি মাটেক স্যান্ডস এদিন কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৫) সেটে পরাজিত করেন টুর্নামেন্টের ১৫তম বাছাই পেত্রা কেভিতোভাকে। গত ডিসেম্বরে নিজের বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পেয়েছিলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। এরপর তো তার টেনিসে ফেরা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু সব শঙ্কা দূর করে ফ্রেঞ্চ ওপেন দিয়েই কোর্টে ফিরেন তিনি। সেইসঙ্গে প্রথম ম্যাচেই জয় তুলে নেন কেভিতোভা। কিন্তু দ্বিতীয় পর্বেই থেমে গেল তার জয়রথ। তারপরও সন্তুষ্ট কেভিতোভা। চেক তারকার লক্ষ্য এখন উইম্বলডনে। মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্টের আগে প্যারিসের এই টুর্নামেন্টকে প্রস্তুতি-মঞ্চ হিসেবেই দেখছেন তিনি। এ বিষয়ে ম্যাচ শেষে কেভিতোভা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘রূপকথার সমাপ্তি। আমার লক্ষ্য এখন আসছে সপ্তাহের দিকে। আমি মনে করি আবার স্বাভাবিক কর্মসূচীতেই ফিরব। টেনিস এবং আমার খেলার উন্নতি করার জন্য যা যা করা দরকার তার সবকিছুই করব। আমার জন্য ফ্রেঞ্চ ওপেনে আসার মূল লক্ষ্যই হলো উইম্বলডনের প্রস্তুতি নেয়া। সেখানে নতুন শুরুর জন্য মুখিয়ে রয়েছি আমি। আমার জন্য এটা দারুণ একটা টুর্নামেন্ট। আমার জীবনের সেরা স্মৃতি রয়েছে এই উইম্বলডনে।’ বুধবার ফ্রেঞ্চ ওপেনের অন্য ম্যাচে ভেনাস উইলিয়ামস হারিয়েছেন জাপানের অখ্যাত খেলোয়াড় কুরুমি নারাকে। টুর্নামেন্টের দশম বাছাই ভেনাস ৬-৩ ও ৬-১ সেটে হারান প্রতিপক্ষকে। তবে ছিটকে গেছেন রাশিয়ার একাটেরিনা মাকারোভা এবং পুয়ের্তো রিকোর মনিকা পুইগ। ইউক্রেনের অখ্যাত খেলোয়াড় লেসিয়া সুরেঙ্কোর কাছে ৬-২ ও ৬-২ সেটে হার মানেন একাটেরিনা মাকারোভা এবং লাটলিভয়ার জেলেনা ওস্টাপেঙ্কোর কাছে ৬-৩ ও ৬-২ সেটে পরাজিত হয়ে লজ্জাজনকভাবে বিদায় নেন রিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী মনিকা পুইগ।
×