ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেকমতিয়ারের সাবেক একান্ত সচিব পাকিস্তানে নিহত

প্রকাশিত: ০৬:২৫, ১ জুন ২০১৭

হেকমতিয়ারের সাবেক একান্ত সচিব পাকিস্তানে নিহত

হেকমতিয়ারের সাবেক একান্ত সচিব মোহাম্মাদ ফরিদ মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ার শহরের তাজ আবাদ এলাকার একটি মসজিদ থেকে নামাজ আদায় করে যখন নিজ বাসভবনের দিকে যাচ্ছিলেন তখন তাকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা। খবর নিউইয়র্ক টাইমসের। পেশোয়ারের পুলিশ জানিয়েছে, ফরিদ ঘটনাস্থলেই নিহত হন এবং হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়। হেকমতিয়ারের দল এই হত্যাকা-ের জন্য ‘শান্তি বিরোধী অপশক্তি’কে দায়ী করেছে। দলের মুখপাত্র কারিবুর রহমান সাঈদ জানিয়েছেন, হেকমতিয়ারের সাবেক একান্ত সচিব ফরিদ মৃত্যুর আগ পর্যন্ত দলের সিনিয়র নেতা ছিলেন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলেছে, বিবাহসূত্রে গুলবুদ্দিন হেকমতিয়ারের আত্মীয় ছিলেন মোহাম্মাদ ফরিদ। এখনও কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হত্যাকা-ের দায়িত্ব স্বীকার করেনি। আফগান সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব বিতর্কিত ব্যক্তিকে বিচার বিভাগীয় দায়মুক্তি দিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে তাদের সর্বশেষ ব্যক্তি হলেন গুলবুদ্দিন হেকমতিয়ার। গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী হেকমতিয়ার অতীতের সব কর্মকা- থেকে দায়মুক্তি পাওয়ার পাশাপাশি পূর্ণ রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ পাবেন। ব্রাজিলের প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদের নির্দেশ সুপ্রীমকোর্টের ব্রাজিলের সুপ্রীমকোর্ট মঙ্গলবার প্রেসিডেন্ট মিশেল তেমারকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টকে ২৪ ঘণ্টার মধ্যে একটি মামলার বিষয়ে ফেডারেল পুলিশের প্রশ্নের জবাব দিতে হবে। এই মামলায় ব্রাজিলের বৃহত্তম মাংস প্যাকেটজাতকারী কোম্পানি জেবিএস জড়িত। আদালত জানিয়েছে, পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। তাই তেমারের সাক্ষ্য জরুরী। স্থানীয় পত্রিকা ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, একজন জ্যেষ্ঠ ব্যবসায়ীর সঙ্গে তেমারের কথোপকথনের রেকর্ড রয়েছে তাদের কাছে। প্রেসিডেন্ট দুর্নীতি মামলার সাক্ষী রাজনীতিবিদ এদুয়ার্দো কুনহার মুখ বন্ধ করতে অর্থ দেয়ার জন্য ওই ব্যবসায়ীকে বলেছিলেন। দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকি দেয়ার দায়ে গত মার্চে কারাগারে পাঠানো হয় চুনহাকে। ও গ্লোবোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের বৃহত্তম মাংস প্যাকেটজাতকারী কোম্পানি জেবিএসের চেয়ারম্যান জয়েসলি বাতিস্তা ও প্রধান নির্বাহী ওয়েসলি বাতিস্তা একটি গোপন কথোপকথনের রেকর্ডিং উপস্থাপন করেছেন, যেখানে দেশটির সবচেয়ে বড় দুর্নীতির তদন্তে ব্রাজিল কংগ্রেসের নিম্নকক্ষের সাবেক স্পীকার কুনহাকে ঘুষ দেয়ার প্রস্তাবে তেমের সমর্থন করেছেন বলে প্রমাণ আছে। -এএফপি
×