ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কিট দাবায় জিয়া এককভাবে শীর্ষে

প্রকাশিত: ০৬:৪৭, ৩১ মে ২০১৭

কিট দাবায় জিয়া এককভাবে শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের উড়িষ্যার ভুবনেশ^রে অনুষ্ঠানরত ‘টেন কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভা’-এর ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন ঘোষকে হারান। অপরদিকে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক দাবায় অংশ নেয়া গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার পাঁচ পয়েন্ট নিয়ে অন্য ১১ দাবাড়ুর সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। রিফাত ভারতের সিদ্ধান্ত মাহপাত্রার সঙ্গে ড্র করেন। ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশের ফিদেমাস্টার ফাহাদ রহমান ৪ পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সাড়ে তিন পয়েন্ট করে, আনিসুজ্জামান জুয়েল ৩ পয়েন্ট, সিরাজুল কবীর, জামাল উদ্দিন ও মিজানুর রহমান ২ পয়েন্ট করে, শাহনাজ মোঃ ফারুক, সাদনান হাসান দিহান ও মনন রেজা নীড় দেড় পয়েন্ট করে, রাজু আহমেদ ও কমুদিনি নার্গিস এক পয়েন্ট করে ও মোহাম্মদ হাসান আধা পয়েন্ট পেয়েছেন। প্রস্তুত হচ্ছেন এ্যাথলেটরা স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশী এ্যাথলেটরা। ফেডারেশনের পরামর্শে মেজবাহ-ইমরানরা নিজ ক্লাবেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জুনে ভারতে তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবেন ১৮ বাংলাদেশী এ্যাথলেট। আগামী ৬ জুলাই ভারতে শুরু হচ্ছে এশিয়ান এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ২২তম এই আসরে ১০০ মিটার স্প্রিন্টসহ আট ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। ১৪ সদস্যের প্রাথমিক দলও বাছাই করেছে ফেডারেশন। গেমসের আগে বড় বা ছোট হতে পারে স্কোয়াড। খুব বেশি সময় পাচ্ছেন না এ্যাথলেটরা, ক্যাম্প শুরু করতে পারেনি ফেডারেশন। তবে মেজবাহ-ইমরানরা বসে নেই।
×