ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২১ বছরের খরা কাটাতে মরিয়া জুভেন্টাস

প্রকাশিত: ০৬:৪৬, ৩১ মে ২০১৭

২১ বছরের খরা কাটাতে মরিয়া জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর কয়েকবার ফাইনালে আসলেও তীরে এসে তরী ডুবেছে। চলতি মৌসুমে আবারও ইউরোপ সেরার ফাইনালে উঠে এসেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শনিবার কার্ডিফে ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। এবার দারুণ ছন্দে থাকা চনমনে জুভেন্টাস ২১ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চায়। যে কোন মূল্যে শিরোপা জিততে চায় দলটি। তবে অরেকটি ফাইনাল সামনে আসতেই দলটির তারকা ফুটবলার জিওর্জিও চিয়েচিল্লিনির স্মৃতিতে ঘুরেফিরে আসছে দুই বছর আগে বার্সিলোনার কাছে ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা। তবে ইতালিয়ান এই ডিফেন্ডারের দাবি, বার্লিনের ওই ব্যর্থতা থেকে জুভেন্টাস অনেক কিছু শিখেছে, করেছে উন্নতিও। সোমবার এক সংবাদ সম্মেলনে গত দুই বছরে দলের অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন চিয়েল্লিনি। বার্লিনে ২০১৫ সালের ফাইনালে বার্সিলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল জুভেন্টাস। চোটের কারণে ওই ম্যাচে খেলা হয়নি চিয়েল্লিনির। এবার ফাইনালের মঞ্চে ওঠার পথে কোয়ার্টার ফাইনালে বার্সিলোনাকে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। চিয়েল্লিনির বিশ্বাস এবার ভালো সুযোগ আছে তাদের সামনে। তিনি বলেন, ফাইনালে আমাদের শুরুটা হবে গুরুত্বপূর্ণ। আমাদের গোছালো থাকতে হবে। এটা আপনাকে খেলাটা বোঝার সেরা সুযোগটা দেবে। আমরা একটা দলের সঙ্গে খেলব, যারা গত তিন বছরে দুইবার এই শিরোপা জিতেছে। এমনকি তারা আরও বিপজ্জনক। কেননা যখনই আপনি ম্যাচটাকে নিয়ন্ত্রণে আনবেন, তারা আঘাত করবে। আমরা মনে করি, গত দুই বছরে আমরা উন্নতি করেছি এবং দলও আগের চেয়ে ভালো হয়েছে। কিন্তু সবকিছুর মূলে থাকবে আরও প্রচেষ্টা দিতে আমাদের ইচ্ছাটা। চিয়েল্লিনি বলেন, চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে আপনাকে মূল কাজগুলো ঠিকঠাক করতে হব। একই সঙ্গে প্রত্যাশার চেয়েও বেশি কিছু করার সামর্থ্য থাকতে হবে। এই ফাইনালের প্রস্তুতিতে আমরা দুই বছর আগে বার্লিনের অভিজ্ঞতা কাজে লাগাব। ২০১৫ সালের ফাইনালে শুরুতে আমরা খুব বেশি উত্তেজিত ছিলাম। প্রথমার্ধেই গোল খেয়ে বসি। এমনকি যখন আমরা ঘুরে দাঁড়ালাম, তারাও পাল্টা জবাব দিল। কেননা আমরা রক্ষণের দিক দিয়ে খুব বেশি উন্মুক্ত হয়ে গিয়েছিলাম। আমরা একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। ট্রফি জিততে মরিয়া হলেও জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি ফেবারিট মানছেন রিয়ালকেই। গত তিন বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলছে সিরি এ’র চ্যাম্পিয়নরা। আর রিয়াল চার বছরের মধ্যে তৃতীয়বার। সংবাদ সম্মেলনে ফাইনালে প্রসঙ্গে এ্যালেগ্রি বলেন, আমরা সেখানে দুই বছর আগের চেয়ে আরও প্রত্যয়ী হয়ে যাব। তারাই (রিয়াল) ফেবারিট। চার বছরের মধ্যে এটি রিয়ালের তৃতীয় ফাইনাল। তারা ফাইনাল খেলতে অভ্যস্ত, যদিও আমরা তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনাল খেলছি। এটা দারুণ একটা ফাইনাল হবে এবং আমরা সেখানে থাকার যোগ্য। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ওঠা আমাকে দারুণ আনন্দ দিচ্ছে। আমি ভাগ্যবান যে, আগামী শনিবার কার্ডিফের বেঞ্চে বসব। এ নিয়ে নবমবারের মতো ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলবে জুভেন্টাস। আগের আটবারের মধ্যে দুইবার ইউরোপ সেরার মুকুট জিতেছে তারা। হেরেছে ছয়বার। এ্যালেগ্রি অবশ্য বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এরই মধ্যে সিরি এ ও কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে জুভেন্টাস। অ্যালেগ্রির হাত ধরে গত তিন বছরে টানা ঘরোয়া ‘ডাবল’ জিতেছে দলটি। কার্ডিফে জিতলে ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো ‘ট্রেবল’ জয়ের উৎসবে মাতবে তারা। শিষ্যদের প্রশংসা করে জুভ কোচ বলেন, আমার খেলোয়াড়রা চমৎকার। তারা দুর্দান্ত একটা বছর কাটাচ্ছে। আমি সেটার জন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু এখন আমাদের আরেকবার চূড়ান্ত প্রচেষ্টার দরকার। রিয়ালের চেয়ে আরও বেশি অনুপ্রাণিত থাকা দরকার। লীগে আমাদের জন্য একটা কঠিন মৌসুম ছিল। আমরা দারুণ কিছু করেছি। কোপা ইতালিয়া টানা তৃতীয় বছরের মতো জেতাটা দুর্দান্ত। স্কুডেট্টো (সিরি এ) জেতাটাও। যেভাবে আমরা চেয়েছিলাম, সেভাবে মাসে মাসে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। ছুটি কাটাতে যাওয়ার আগে এখন আমাদের চূড়ান্ত অর্জনটুকু বাকি আছে।
×