ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভের সেরা চার

প্রকাশিত: ০৭:১২, ৩০ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভের সেরা চার

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে বিশ্বকাপের চেয়েও কঠিন। তাতে সায় দিয়েছেন আরেক শক্তিধর দেশ ভারত সেনাপতি বিরাট কোহলিও। র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল অংশ নেয় বলেই তাদের এমন ধারণা। এবার কার হাতে উঠবে আইসিসির আট জাতির ওয়ানডে শ্রেষ্ঠত্বের ট্রফি? ১-১৮ জুন ফয়সালা। শুরু হয়ে গেছে আলোচনা-বিশ্লেষণ। গ্রেট সৌরভ গাঙ্গুলীর চোখে আসরের সেরা চার দল ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তার মতে, গ্রুপ পর্ব টপকে এই দলগুলোই সেমিফাইনালে জায়গা করে নেবে। আর বিরাট কোহলির নেতৃত্বে শেষ পর্যন্ত ভারতের শিরোপা ধরে রাখার সম্ভাবনা বেশি বলেও মনে করেন তিনি, ‘আমার বিশ্বাস রয়েছে, এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করবে ভারত। এজন্য কোহলিদের অবশ্য সর্বোচ্চ পর্যায়ের সেরা ক্রিকেট খেলতে হবে।’ বহুল আলোচিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও নিজ দেশ ভারতকেই এগিয়ে রাখেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে সেমিফাইনালের লাইন-আপ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে সৌরভ বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেই বলতে হচ্ছে, এবারের আসরে সেরা দলগুলোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। সব দলই বেশ শক্তিশালী। তবে আমার মতে সেমিফাইনাল খেলার পথে বেশ এগিয়ে রয়েছেÑ ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারত খুবই ভাল ক্রিকেট খেলছে। এবার ভারসাম্যপূর্ণ দল নিয়ে ইংল্যান্ডে এসেছে। কোহলি-মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংয়ের অভিজ্ঞতা ভারতের জন্য দারুণ সহায়ক হবে। এছাড়া গত এক বছরে ইয়ন মরগানের নেতৃত্বে ইংল্যান্ড দলটির অনেক উন্নতি করেছে। ওয়ানডে ফরমেটে দারুণ পারফরর্মেন্স করে চলেছে তারা। দু’দিন আগে এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জয় করেছে। সবচেয়ে বড় কথা তারা এবার স্বাগতিক। দল হিসেবে ওয়ানডেতে ভাল করছে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়াও। কন্ডিশনের কারণে সেমির দৌড়ে বেশ এগিয়ে থাকবে।’ শেষ পর্যন্ত শিরোপা জয়ে ভারতের সম্ভাবনা নিয়ে সৌরভের যুক্তি, ‘কোহলির নেতৃত্বে আমরা অন্য এক ভারতকে দেখব। টেস্টে চেহারাই পাল্টে দিয়েছে সে। এবার ওয়ানডের পালা। এই দল নিয়ে আমি বেশ আশাবাদী, ওরা এবারও শিরোপা ধরে রাখবে।’ দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও হারদিক পান্ডিয়াকে নিয়ে একটু বেশিই স্বপ্ন তার, ‘ভারতের ব্যাটিং লাইন-বিশ্বসেরা। স্পেশাল বোলিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও বোলিং-অলরাউন্ডার কোটায় বেশ এগিয়ে। এক্ষেত্রে পরীক্ষিত জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে হারদিক যুক্ত হয়েছে। অর্থাৎ তিন বোলার নিয়ে মাঠে নামলেও সেটা গিয়ে পাঁচে দাঁড়াবে। জাদেজা-অশ্বিনের সঙ্গে তিন পেসার থাকলে ভাল হবে।’ টুর্নামেন্টে ব্যাপক আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে পরশাক্তি দুই চিরশত্রু। ৪ জুন বার্মিহামে বারুদ-উত্তাপ ছড়ানো লড়াই সম্পর্কে সৌরভ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চাপ-উত্তেজনা। দু-দলই সেটা জানে। তবে সব ম্যাচেই চাপ থাকবে। আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভাল খেলে ভারত। গত ওয়ানডে বিশ্বকাপেও কোহলির সেঞ্চুরিতে জিতেছিল টিম ইন্ডিয়া। এবারও শক্তির বিচারে বেশ এগিয়ে ভারত। আশা করছি দুর্দান্তাবেই টুর্নামেন্ট শুরু করবে কোহলির দল।’
×