ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির রসায়ন

প্রকাশিত: ০৩:৪৫, ২৮ মে ২০১৭

নবম-দশম শ্রেণির রসায়ন

(পূর্ব প্রকাশের পর) ২৩। রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো কী কী? (ক) অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন (খ) অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন (গ) কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস (ঘ) কার্বন, ফসফরাস, সালফার ও অক্সিজেন ২৪। জৈব যৌগ ও তন্তুর সমন্বয়ে নিচের কোন্টি তৈরি করা যায়? (ক) সার (খ) শার্ট (গ) ব্রাশ (ঘ) কৃত্রিম রং ২৫। নিচের কোন্ পদ্ধতিতে আকরিক থেকে ধাতব পদার্থ আহরিত হয়? (ক) ভৌত পদ্ধতিতে (খ) রাসায়নিক পদ্ধতিতে (গ) জৈব পদ্ধতিতে (ঘ) পৃথকীকরণ পদ্ধতিতে ২৬। কোন্ প্রক্রিয়ায় উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাদ্য উৎপন্ন করে? (ক) জারণ (খ) বিশ্লেষণ (গ) সালোক সংশ্লেষণ (ঘ) ক্লোরোফিল সংশ্লেষণ ২৭। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমগ্র প্রাণিকুলের খাদ্যের যোগানদাতা হলোÑ (ক) উদ্ভিদ (খ) সূর্য (গ) বাস্তুতন্ত্র (ঘ) প্রাণিকুল ২৮। সালোক সংশ্লেষণ মূলত কী ধরনের প্রক্রিয়া? (ক) জৈব রাসায়নিক পক্রিয়া (খ) জৈবিক প্রক্রিয়া (গ) কৃত্রিম পক্রিয়া (ঘ) অজৈব রাসায়নিক ২৯। বিদ্যুৎ, চুম্বক এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের তত্ত্ব কোন্ বিজ্ঞানের আওতাভুক্ত? (ক) উদ্ভিদবিজ্ঞান (খ) জীববিজ্ঞান (গ) রসায়ন (ঘ) পদার্থবিজ্ঞান ৩০। তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে উৎপাদিত তাপ থেকে নিচের কোন্টি উৎপন্ন করা যায়? (ক) প্রাকৃতিক গ্যাস (খ) বিদ্যুৎ (গ) চুম্বক (ঘ) যান্ত্রিক শক্তি ৩১। ইলেকট্রনিক্সের বিভিন্ন ক্ষুদ্রাংশ পদার্থের কোন্ ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়? (ক) রাসায়নিক (খ) জৈবিক (গ) জৈব রাসায়নিক (ঘ) প্রাণ রাসায়নিক ৩২। বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির ফলে কোন্ পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে? (ক) লোহা (খ) দস্তা (গ) তামা (ঘ) সীসা ৩৩। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর এদের দেহ কোন্ প্রক্রিয়ার কারণে মাটির সঙ্গে মিশে যায়? (ক) অক্সিজেনের উপস্থিতিতে (খ) মাটির বিভিন্ন উপাদানের প্রভাব (গ) রাসায়নিক প্রক্রিয়ায় (ঘ) অণুজীব প্রক্রিয়ায় ৩৪। ভূগর্ভের তাপ ও চাপের প্রভাবে উদ্ভিদজাত পদার্থের রাসায়নিক পরিবর্তনে কোন্টি উৎপন্ন হয় না? (ক) পেট্রোলিয়াম (খ) প্রাকৃতিক গ্যাস (গ) কয়লা (ঘ) অপরিশোধিত তেল ৩৫। রসায়নের হিসাব-নিকাশ ও সূত্র প্রদান কিসের ওপর নির্ভরশীল? (ক) পদার্থবিজ্ঞান (খ) জীববিজ্ঞান (গ) কম্পিউটার বিজ্ঞান (ঘ) গণিত ৩৬। কৃষি কাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে? (ক) জমির উর্বরতা বৃদ্ধির জন্য (খ) ফসলের পুষ্টির জন্য (গ) পোকামাকড়কে শস্যহানি থেকে প্রতিরোধ করার জন্য (ঘ) আগাছা নির্মূলের জন্য ৩৭। কিসের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? (ক) ভর বর্ণালীবিক্ষণ পদ্ধতির সাহায্যে (খ) তরঙ্গ বলবিদ্যার সাহায্যে (গ) কোয়ান্টাম ম্যাকানিক্সের সাহায্যে (ঘ) হাইড্রোজেন বর্ণালীর সাহায্যে ৩৮। নদী-নালা, পুকুর ও খাল-বিলের পানি দূষিত হয় কীভাবে? (ক) অতিরিক্ত সার ও কীটনাশক দ্বারা (খ) জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে (গ) মশার কয়েল ও অ্যারোসলের ধোঁয়ার (ঘ) ফল-মূলের দ্রুত পরিপক্বতার জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ (সঠিক উত্তরগুলো নীচে দাগ দ্বারা চিহ্নিত)
×