ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশিয়া-ফিলিপিন্স সামরিক সহযোগিতা চুক্তি

প্রকাশিত: ০৩:৪১, ২৮ মে ২০১৭

রাশিয়া-ফিলিপিন্স সামরিক সহযোগিতা চুক্তি

রাশিয়া এবং ফিলিপিন্স প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতাবিষয়ক চুক্তি সই করেছে। এছাড়া আরও নয় চুক্তি সই করেছে দেশ দুটি। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে দেশটির দক্ষিণে চলমান সন্ত্রাসবাদী সমস্যা মোকাবেলার জন্য রাশিয়া সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি ম্যানিলা ফিরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই এসব চুক্তি সই করা হয়। খবর ইরনার। দুতার্তের সফরকে কেন্দ্র করে প্রস্তুত করা মোট ১১ চুক্তি সই করে মস্কো এবং ম্যানিলা। এর মধ্যে পরমাণু শক্তিসংক্রান্ত সহযোগিতা, বিনিয়োগ, পরিবহন, সাংস্কৃতিক ও শিল্পবিষয়ক চুক্তিও রয়েছে। মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এসব চুক্তি সই করতে ফিলিপিন্সের প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছিলেন দুতার্তে। পুতিনকে দুতার্তে বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বস্ত অংশীদার এবং আধুনিক অস্ত্রের প্রয়োজন রয়েছে। ম্যানিলার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ওয়াশিংটন গত বছর ২৭ হাজার রাইফেল বিক্রি বন্ধ করে দেয়ার পর আধুনিক অস্ত্র যোগাড় করার বিষয়টি ফিলিপিন্সের জন্য জরুরী হয়ে ওঠে। এদিকে, বুধবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ফিলিপিন্সের পররাষ্ট্র সচিব এ্যালেন পিটার কেইটানো বলেছিলেন, দুতার্তের অনুরোধ রাখতে মস্কো সব রকমের চেষ্টা করতে রাজি আছে। তাইওয়ানের মানবাধিকার কর্মী চীনে গ্রেফতার চীনে রাষ্ট্রবিরোধী নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগে তাইওয়ানের সফররত এক মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। খবরÑ এএফপির। তাইওয়ানের সরকার বলেছে, ৪২ বছর বয়স্ক এনজিও কর্মী লি মিং চি ম্যাকাউ থেকে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ঝুহাইয়ে প্রবেশের পর ১৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া শুক্রবার বলেছে, তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর তিনি অভিযোগ স্বীকার করেছেন। জিনহুয়া স্টেট কাউন্সিল তাইওয়ান এ্যাফেয়ার্স অফিসের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, লি মূলভূমির লোকদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। অবৈধ সংস্থা গড়ে তুলেছেন এবং রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকা-ে জড়িত ছিলেন। মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের পর লি ও তার গ্রুপ জাতীয় নিরাপত্তায় নাশকতার কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন। চীনে বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীদের প্রতি দীর্ঘদিন যাবত সমর্থন রয়েছে লিয়ের। তিনি তাইপেতে কমিউনিটি কলেজে কাজ করেন। তাইওয়ানের মেইলল্যান্ড এ্যাফেয়ার্স কাউন্সিল শুক্রবার জিনহুয়ার রিপোর্টের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বলেছে, চীন কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোন প্রমাণ প্রকাশ করেনি। তাইওয়ান এ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস বলেছে, লি অনেক দিন যাবত অনলাইনে তার বন্ধুদের সঙ্গে তাইওয়ানের গণতান্ত্রিক অভিজ্ঞতা নিয়ে মতামত প্রকাশ করে এসেছেন।
×