ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টারে হামলার পর ফের নির্বাচনী প্রচার শুরু

প্রকাশিত: ০৭:৩৫, ২৭ মে ২০১৭

ম্যানচেস্টারে হামলার পর ফের নির্বাচনী প্রচার শুরু

ব্রিটেনের রাজনীতিবিদরা বোমা হামলার পর দৃঢ় সংকল্প নিয়ে জাতীয় নিরাপত্তার মধ্যে ম্যানচেস্টারে শুক্রবার নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন। পুলিশ লিবিয়া সম্পৃক্ত জিহাদি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। ম্যানচেস্টার হামলার জন্য এ নেটওয়ার্ক দায়ী বলে মনে করা হচ্ছে। খবর এএফপির। ম্যানচেস্টারে পপ কনসার্টে সোমবারের বোমা হামলার পর প্রধানমন্ত্রী টেরেসা মে ও লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রচার অভিযান স্থগিত করেছিলেন। কনসার্টে হামলায় অনেক কিশোরসহ ২২ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়। হামলার সঙ্গে জড়িত সন্দেহে যুক্তরাজ্যে বর্তমানে ৮ জন আটক রয়েছে। অন্যদিকে লিবিয়ায় পুলিশ ২২ বছর বয়স্ক আত্মঘাতী বোমা হামলাকারী সালমান আবেদির বাবা ও ভাইকে আটক করেছে। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ এ বোমা হামলার দায় স্বীকার করেছে। মার্কিন মিডিয়ায় তদন্তের ব্যাপারে স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়ায় ব্রিটেনের তীব্র প্রতিক্রিয়ার পর ওয়াশিংটনের শীর্ষস্থানীয় কূটনীতিবিদ রেক্স টিলারসন শুক্রবার লন্ডন যাবেন বলে কথা রয়েছে। নিরাপত্তা লঙ্ঘনের কারণে সৃষ্ট এ তীব্র অস্বস্থির জন্য যারা দায়ী তাদের বিচারের সম্মুখীন করার জন্য হুমকি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্য ফাঁস হওয়ার কারণে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, মে বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো জোটের এক শীর্ষ বৈঠকে এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধিতায় জড়িয়ে পড়েন। মে বলেছেন, দু’দেশের মধ্যে বিনিময়যোগ্য গোয়েন্দা তথ্যে নিরাপত্তা থাকা উচিত।
×