ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গরমে গাজীপুরে চার শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ কারখানা ছুটি

প্রকাশিত: ০৮:৫২, ২৬ মে ২০১৭

গরমে গাজীপুরে চার শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ কারখানা ছুটি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রচ- দাবদাহে কোনাবাড়ির কাশিমপুর শিল্প এলাকার অন্তত দশটি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক বৃহস্পতিবার অসুস্থ হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে গত এক সপ্তাহ ধরে লাগাতার এ পরিস্থিতির কারণে ওই এলাকার সকল পোশাক কারখানার উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় পোশাক রফতানি ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি ঈদের প্রাক্কালে গার্মেন্টস শিল্পখাতকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মহল সুপরিকল্পিতভাবে এ পরিস্থিতির সৃষ্টি করছে। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল খালেক ও পোশাক শ্রমিকরা জানায়, কোনাবাড়ির কাশিমপুর, জরুন, নয়পাড়া শিল্প এলাকার কারখানাগুলোর শ্রমিকরা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেয়। কাজে যোগ দেয়ার আধাঘণ্টা পর থেকে স্বাধীন গার্মেন্টস, এবিএম ফ্যাশন, রিপন গার্মেন্টস, মাল্টি ফ্যাব্স্ লিমিটেড, কটন ক্লাব বিডি লিমিটেড, মুনটেক্স, পালকি, তাসনিয়া ফেব্রিক্স ও আলিম নিটওয়্যার লিমিটেডসহ ওই এলাকার অন্তত দশটি পোশাক কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে বমিভাব, মাথা ঘোরানো ও পেট ব্যথা শুরু হলে তারা অসুস্থ হতে থাকে। অসুস্থ অনেকের খিঁচুনিও দেখা দেয়। এতে কয়েক ঘণ্টার ব্যবধানে এদিন ওই কারখানাগুলোর অন্তত চার শতাধিক শ্রমিক পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে। প্রচ- গরমে তারা অসুস্থ হয় বলে জানা গেছে। কারখানা কর্তৃপক্ষ ও তাদের লোকজন অসুস্থদের উদ্ধার করে স্থানীয় শরীফ জেনারেল হসপিটাল, পপুলার হাসপাতাল, কোনাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। অসুস্থদের মধ্যে কারখানার সুয়িং সেকশনের নারী শ্রমিকের সংখ্যা বেশি। এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দশটিসহ প্রায় সবক’টি পোশাক কারখানা এদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অসুস্থদের অধিকাংশই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
×