ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি আরব

প্রকাশিত: ০৫:১০, ২১ মে ২০১৭

জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি আরব

বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে। শুক্রবার মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আরব সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা বলেছে, ইন্টারপোল যাতে জাকির নায়েককে গ্রেফতার করতে না পারে সেজন্য সৌদি বাদশাহ সালমান তার নাগরিকত্ব অনুমোদন দিয়েছেন। খবর ইয়াহু নিউজের। সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতা ও মুদ্রা পাচারের মামলায় গত মাসে জাকির নায়েকের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ভারতের একটি আদালত। স্মার্টফোনে কফি! ইতালির নেপলস সংস্থা স্মার্ট কে তৈরি করেছে মোকেস নামে একটি ফোন কেস। যা ব্যবহার করে স্মার্টফোনেই ২৫ মিলিলিটার এসপ্রেসো কফি বানিয়ে খাওয়া যাবে। এতে থাকবে কন্ট্রোল সিস্টেম, পাতলা ক্যাপসুল। নির্দিষ্ট এ্যাপের বাটন চেপে কভারের ভেতরেই তৈরি হয়ে যাবে এককাপ গরম কফি। দাম ৮৭ ডলার। -ভার্জ মুক্তামালায় হীরা হৃদয় ... সুইজারল্যান্ডের জেনেভা শহরে হীরার হার বিক্রিকারী নিলাম সংস্থা ক্রিস্টি। সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় ও মসৃণ হৃদয়াকৃতির হীরা দিয়ে তৈরি একটি হার রেকর্ডদামে বিক্রি করেছে। ৯২ ক্যারটের হীরা দিয়ে একটি মুক্তারমালা গাঁথা হয়েছে। হারটি তৈরি করেছে অষ্টাদশ শতকের খ্যাতিমান ফরাসী জুয়েলার্স বোমার এ্যাট ব্যাসেঙ্গে। নিলামে হারটি বিক্রি হয় প্রায় এককোটি ৫০ লাখ ডলারে। আগের ৫৬ দশমিক ১৫ ক্যারেটের হীরার সর্বোচ্চ দাম হয়েছিল এককোটি নয় লাখ ডলার। -এবিসি নিউজ
×