ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্মাদনায় শামিল ইনজি-কপিল

প্রকাশিত: ০৫:৪৫, ২০ মে ২০১৭

উন্মাদনায় শামিল ইনজি-কপিল

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যত ঘনিয়ে আসছে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে উন্মদনা ততই বাড়ছে। আলোচিত এ লড়াই দর্শনে অধীর বিশ্বের অগণিত ক্রিকেপ্রেমী মানুষ। উত্তেজনার পারদ ছড়াচ্ছেন দু’দেশের খেলোয়াড়রাও। শহীদ আফ্রিদি যেমন বলেছেন, তার দেশ পাকিস্তানই জিতবে। অন্যদিকে গ্রেট সৌরভ গাঙ্গুলীর মতে প্রতিপক্ষ বিরাট কোহলিদের কাছে পাত্তাই পাবে না। এবার বিতর্কে শামিল আরও দুই বড় তারকা ইনজামাম-উল হক (ডাক নাম ইনজি) আর কপিল দেব। সাবেক অধিনায়ক ও বর্তমান পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ইনজি এক ধাপ এগিয়ে, ভারতকে তো হারাবেই তার দল শিরোপা জিতবে বলেও মনে করেন তিনি। আর শত্রুদেশকে স্রেফ ‘আন্ডারডগ’ বলে উড়িয়ে দিচ্ছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী সেনাপতি কপিল। ইংল্যান্ডের মাটিতে ১ জুন শুরু আট জাতীর ওয়ানডে শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ৪ জুন এজবাস্টনে ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। স্থানীয় সংবাদ মাধ্যমকে ইনজামাম বলেন, ‘আমরা কেবল ভারতকে হারাতে ইংল্যান্ডে যাচ্ছি না। একই সঙ্গে আমাদের মূল লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা জয় করা।’ তিনি আরও যোগ করেন, ‘এমন নয় যে পাকিস্তান কখনও ভারতকে হারায়নি। বর্তমান দলটি আবারও ভারতকে হারাতে পারবে বলেই আমি মনে করি।’ প্রধান নির্বাচক আরও জানান তার দল বিশেষ কোন ম্যাচের প্রতি নজর দিচ্ছে না। তবে শিরোপা ঘরে তোলার জন্য টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্যে সরফরাজ আহমেদের নেতৃত্বে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সর্বোপরি ৫০ ওভারের ক্রিকেটে ১১ দেখায় ১০ জয়ে ভারত এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২-১এ এগিয়ে পাকিস্তান। অন্যদিকে কপিল বলেন, ‘পাকিস্তানের চেয়ে ভারত দল হিসেবে দুর্দান্ত এবং বড় আসরে সেরা ক্রিকেটই খেলে থাকে। তাই ভারতই ফেবারিট। এই পর্যায়ে পাকিস্তানের হারানোর কিছু নেই। তারা আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে। তাদের ভাল ভাল খেলোয়াড় রয়েছে। তবে পাকিস্তানের চেয়ে ভারত অনেক বেশি ভাল দল। কোহলিরা সব বিভাগেই এগিয়ে।’
×