ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জার্মান সেনারা চলে গেলে সমস্যা নেই ॥ আঙ্কারা

প্রকাশিত: ০৫:৩৫, ২০ মে ২০১৭

জার্মান সেনারা চলে  গেলে সমস্যা  নেই ॥ আঙ্কারা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি থেকে জার্মানির সেনারা চলে যেতে পারে। এ নিয়ে আঙ্কারা কোন রকম সমস্যা বোধ করছে না। তুরস্কের ন্যাটো ঘাঁটি থেকে জার্মানি তার সেনা প্রত্যাহার করতে পারে বলে হুমকি দেয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন। খবর ইরনার। তিনি বলেন, যদি জার্মানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তাহলে আমি নিতান্তই ‘শুভ বিদায় বলব’। বিষয়টি তাদের ওপর নির্ভর করছে এবং এ নিয়ে আমরা কোন প্রার্থনা জানাব না। গত বছরের ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে অভিযুক্ত কয়েকজন সেনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে জার্মানি।
×