ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ॥ জুনায়েদের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল ব্রাদার্স, প্রাইম ব্যাংককে হারাল শেখ জামাল

তাসামুলের সেঞ্চুরিতে গাজীকে হারিয়ে দিল কলাবাগান

প্রকাশিত: ০৬:১৭, ১৯ মে ২০১৭

তাসামুলের সেঞ্চুরিতে গাজীকে হারিয়ে দিল কলাবাগান

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে রুখে দিল কোন দল। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে টানা নয় ম্যাচ জিতে দশম ম্যাচে এসে হারল গাজী গ্রুপ। তাসামুল হকের সেঞ্চুরিতে গাজী গ্রুপকে রুখে দেয়া দলটির নাম কলাবাগান ক্রীড়াচক্র। তাও আবার ১২৭ রানের বড় ব্যবধানেই গাজী গ্রুপকে হারায় কলাবাগান। জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে ১২৯ রানের বড় ব্যবধানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়ন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় টস জিতে গাজী গ্রুপ কলাবাগানকে আগে ব্যাট করতে পাঠায়। সুযোগটি কাজে লাগায় কলাবাগান। ওপেনার তাসামুল হক একাই নৈপণ্য দেখান। ১৩২ বলে ৬ চারে ১০২ রান করেন। তার এ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২২২ রান করে কলাবাগান। পারভেজ রসুল চার উইকেট শিকার করেন। কলাবাগান যে রান করে তা গাজী গ্রুপের কাছে উতরে যাওয়া কোন বিষয় ছিল না। যেভাবে লীগে উড়ছিল গাজী গ্রুপ তাতে এই ম্যাচেও জিতবে; তা ধরে নেয়াই হয়েছিল। কিন্তু এমন ধস নামে যে শেষ পর্যন্ত হেরেই যায় তারা। সঞ্জিত সাহা (৩/৭) ও সাদ নাসিম (৩/১২) মিলে দুর্দান্ত বোলিং করেন। এ দুইজনের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে গাজী গ্রুপের ব্যাটসম্যানরা। ৩২.৫ ওভারে ৯৫ রান করতেই গুটিয়ে যায় তারা। যে দলটি টানা ম্যাচ জিতে চলেছে, সেই দলটি এত অসহায় হয়ে পড়ে। নাদিফ চৌধুরী সর্বোচ্চ ৪৫ রান করতে পারেন। বিকেএসপি তিন নম্বর মাঠে শুরুতেই বৃষ্টিতে ম্যাচের পরিধি দাঁড়িয়ে যায় ৪৯ ওভারে। টস জিতে ব্রাদার্সকে ব্যাট করতে পাঠিয়েই যেন বিপত্তি ডেকে আনে মোহামেডান। সুযোগটি পেয়ে ১২৩ বলে ৮ চারে ১১০ রান করা জুনায়েদ সিদ্দিকীর ব্যাটিং নৈপুণ্যে ৮ উইকেটে ৪৯ ওভারে ২৭৬ রান করে ব্রাদার্স। অলক কাপালী ৫১ রান করেন। তাইজুল ইসলাম, এনামুল হক জুনিয়র ও সাজেদুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ৪ উইকেট নেয়া সাজ্জাদ রনির বোলিং তোপে পড়ে ৩৫.৪ ওভারে ১৪৭ রান করতেই ৯ উইকেট হারায় মোহামেডান। এরপর সাজেদুল ইসলাম ব্যাট না করায়, অনুপস্থিত থাকায় অলআউট হয় মোহামেডান। বিকেএসপি চার নম্বর মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হয়েছে। শেষ বলে গিয়ে জিতেছে শেখ জামাল। প্রাইম ব্যাংক আগে ব্যাট করে ব্যাটসম্যানদের ঐক্যবদ্ধ নৈপুণ্যে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭০ রান করে। জবাব দিতে নেমে হেরেই যাচ্ছিল শেখ জামাল। কিন্তু শেষ মুহূর্তে ইলিয়াস সানির (৪৪) দুর্দান্ত ব্যাটিংয়ে জিতে শেখ জামাল। ১ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করে জিতে শেখ জামাল। স্কোর ॥ কলাবাগান-গাজী গ্রুপ ম্যাচÑ ফতুল্লা কলাবাগান ইনিংস ২২২/৯; ৫০ ওভার (তাসামুল ১০২, তুষার ৩২; পারভেজ ৪/৪৪)। গাজী গ্রুপ ইনিংস ৯৫/১০; ৩২.৫ ওভার (নাদিফ ৪৫, বিজয় ১৬; সঞ্জিত ৩/৭, নাসিম ৩/১২)। ফল ॥ কলাবাগান ১২৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ তাসামুল হক (কলাবাগান)। ব্রাদার্স-মোহামেডান ম্যাচÑ বিকেএসপি-৩ ব্রাদার্স ইনিংস ২৭৬/৮; ৪৯ ওভার (জুনায়েদ ১১০, কাপালী ৫১; তাইজুল ২/৪১)। মোহামেডান ইনিংস ১৪৭/১০; ৩৫.৪ ওভার (সৈকত ৭০, অভিষেক ২৯; রনি ৪/১৯)। ফল ॥ ব্রাদার্স ১২৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ জুনায়েদ সিদ্দিকী (ব্রাদার্স)। শেখ জামাল-প্রাইম ব্যাংক ম্যাচÑ বিকেএসপি-৪। প্রাইম ব্যাংক ইনিংস ২৭০/৯; ৫০ ওভার (মারুফ ৬১, অভিমান্নু ৫৪, আল আমিন ৪২; শাহাদাত ২/৪৩)। শেখ জামাল ২৭১/৮; ৪৯.৫ ওভার (সোহাগ ৫৪, প্রশান্ত ৪৮, ইলিয়াস ৪৪; আরিফুল ৪/৭৫)। ফল ॥ শেখ জামাল ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ইলিয়াস সানি (শেখ জামাল)।
×