ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের কর্মবিরতি

ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ, সেন্ট্রাল হাসপাতালে ভাংচুর

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মে ২০১৭

ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ, সেন্ট্রাল হাসপাতালে ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥ ভুল চিকিৎসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চিকিৎসায় কোন ভুল ছিল না বলে দাবি করেছেন সেন্ট্রাল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে একটি মামলা করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম আমজাদ আলী। একজন চিকিৎসক ও হাসপাতালের একজন প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ভাংচুর ও মামলা দায়ের করার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কর্মবিরতির ডাক দেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। বৃহস্পতিবার দুপুরের পর রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভাংচুরের ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও সেন্ট্রাল হাসপাতালে অতিথি চিকিৎসক অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় জনকণ্ঠকে জানান, আমি নিজেও রোগীকে দেখেছি। মূল দায়িত্ব পালন করেছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মাসুদা খাতুন। যেখানে রোগীটির মূল চিকিৎসাই শুরু হয়নি, সেখানে চিকিৎসা ভুল হওয়ার কোন প্রশ্নই উঠে না। রোগীটি ডেঙ্গু নয়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। হাসপাতালে নিয়ে আসার সময়ও জ্বর ও রক্তক্ষরণ হচ্ছিল। রোগীর অবস্থা খুব খারাপ ছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছে বলে আমাদের ধারণা। রোগীর অবস্থা এমন খারাপ ছিল যে, চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো সম্ভব হতো না। অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকরা তাকে ক্যান্সারের চিকিৎসা দিয়েছেন। ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই চৈতির মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবার দায়ীদের শাস্তি চেয়ে একটি মামলা দায়ের করেছে। আফিয়ার সহপাঠীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় আফিয়া চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি হয়েছিল। তখন ডাক্তাররা বলেছিলেন আফিয়ার লিউক্যামিয়া (ক্যান্সার) হয়েছে। সেই অনুযায়ীই তাকে চিকিৎসা করা হয়েছে। বৃহস্পতিবার সেই ডাক্তাররা বলছেন তার ডেঙ্গু হয়েছিল। তাই চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে আফিয়া মারা গেছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ধানম-ি থানার ওসি মোঃ আবদুল লতিফ জনকণ্ঠকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তারপর বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসপাতালে ঢুকে ভাংচুর চালায়। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা হাসপাতালের একজন চিকিৎসক ও একজন প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে যান। এরপর পরিস্থিতি শান্ত হয়।
×