ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ মে ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স দ্বিতীয় অধ্যায় ॥ পরিবেশ দূষণ (গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর) ০১। কোন দূষণ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে? উত্তর: বায়ু দূষণ ০২। কী ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে? উত্তর: দূষিত পানি ০৩। ভাটায় ইট পোড়ালে কোন দূষণ হয়? উত্তর: বায়ু দূষণ ০৪। উচ্চস্বরে গান বাজালে পরিবেশে কোন দূষণ হয়? উত্তর: শব্দ দূষণ ০৫। দূষিত পানি ব্যবহারের ফলে কোন ধরনের প্রাণি ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তর: জলজ প্রাণি ০৬। পরিবেশ দূষিত হলে আমাদের বসবাসের পরিবেশ কেমন হয়? উত্তর: অস্বাস্থ্যকর ০৭। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে কোন সার প্রয়োগ করা হয়? উত্তর: রাসায়নিক সার ০৮। আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকলে কোন দূষণ হবে? উত্তর: বায়ু দূষণ ০৯। শিশুদের পড়াশোনার ক্ষতি হয় কোন দূষণের কারণে? উত্তর: শব্দ দূষণের ১০। কলকারখানার বর্জ্য ও বাড়ির ব্যবহৃত আবর্জনার মাধ্যমে কী দূষিত হচ্ছে? উত্তর: পানি ১১। কলকারখানার বর্জ্য যাতে পরিবেশ দূষিত না করে সেজন্য কী ব্যবস্থা নেওয়া যায়? উত্তর: বর্জ্য পরিশোধন ১২। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কী ব্যবহারের ফলে মাটি দূষণ হয়? উত্তর: রাসায়নিক সার ও কীটনাশক ১৩। জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির কী হয়? উত্তর: উর্বরতা নষ্ট হয় ১৪। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কী? উত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ১৫। গাড়ির হর্ন বাজালে পরিবেশের কোন দূষণ হয়? উত্তর: শব্দ দূষণ ১৬। জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কোন দূষণ ঘটায়? উত্তর: মাটি ও পানি দূষণ ১৭। অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ ও শিল্পকারখানা স্থাপনের কারণে পরিবেশের কোন দূষণ হচ্ছে? উত্তর: বায়ু দূষণ ১৮। রাসায়নিক বর্জ্য পুকুরে গিয়ে পড়লে মাছ মরে যায় কেন? উত্তর: পানিতে অক্সিজেনের অভাব হয় বলে ১৯। হাসপাতাল ও বাড়িতে রোগীদের সমস্যা হয় পরিবেশের কোন দূষণের কারণে? উত্তর: শব্দ দূষণের ২০। আবর্জনা পোড়ালে কোন দূষণ হয়? উত্তর: বায়ু দূষণ
×