ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:২৮, ১৮ মে ২০১৭

ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ফেডারেশন কাপ ফুটবলে রহতমগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি আগেই শেষ আটে নাম লেখানো নিশ্চিত করেছিল। গ্রুপ ‘ডি’র বাকি দুই দল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং টিম বিজেএমসির মধ্যে একটা দল কোয়ার্টারে যাবেÑ এমন সমীকরণে সুবিধাজনক অবস্থানে ছিল ব্রাদার্স। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের সঙ্গে ড্র করলেই গ্রুপ রানার্সআপ হওয়ার সুবাদে কোয়ার্টার নিশ্চিত হতো তাদের। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতো রহমতগঞ্জ। বুধবার ঠিক সেটিই হয়েছে। রহমতগঞ্জ-ব্রাদার্স ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। কিন্তু যেভাবে খেলাটি হয়েছে তাতে মনে হয়েছে ম্যাচটি যতটা না ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক, তারচেয়ে বেশি ছিল সমঝোতামূলক। গোল করার একাধিক সুযোগ পেলেও দুই দলের কোন ফুটবলারই যেন গোল করতে উৎসাহী ছিলেন না। ফরোয়ার্ডরা বল নিয়ে বক্সে ঢুকে মারছেন প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে। কখনও বা বল লাগছে ডান-বাম পোস্টে। ফুটবলাররা সুযোগ পেলেই করছেন সময় নষ্ট। এমন ম্যাচ দেখে যে কারোরই সন্দেহ জাগতে পারে মনে। আর সামনে যখন ড্র করলেই দুই দল লাভবান হবার সমীকরণ। এই ড্রতে গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন হয়েছে রহমতগঞ্জ। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ আট নিশ্চিত হয়েছে ব্রাদার্সের। ১৯ মিনিটে একটা কর্নার আদায় করে নিয়েছিল রহমতগঞ্জ। গামবিয়ান জাত্তা মোস্তফার কর্নার বক্সে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তার একাধিক সতীর্থ। শেষ ষোলোতে জনকণ্ঠ এটম গাম-ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ও প্রাণ কনফেকশনারির পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে মাঠে গড়িয়েছে ‘এটম গাম-ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট।’ উদ্বোধনী দিনে দৈনিক জনকণ্ঠ শুভসূচনা করেছে। সকালে পল্টানের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জনকণ্ঠ টাইব্রেকারে ২-০ গোলে আজকালের খবরকে হারিয়েছে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্য ড্র ছিল। এ জয়ে শেষ ষোলো অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে নাম লেখিয়েছে জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ। শুক্রবার তারা মোকাবেলা করবে সমকাল বনাম চ্যানেল আইয়ের মধ্যকার বিজয়ীর সঙ্গে। অন্যান্য ম্যাচে রেডিও টুডে ২-০ গোলে বাংলা নিউজ ২৪.কমকে, আমাদের সময় ৬-২ গোলে বাংলা ট্রিবিউনকে, জিটিভি ১-০ গোলে ডেইলি স্টারকে, মানবজমিন ১-০ গোলে মানবকণ্ঠকে, জাগো নিউজ ৫-২ গোলে সংগ্রামকে, ভোরের কাগজ ৪-১ গোলে দৈনিক করতোয়াকে হারায়। ৩২ দলের এই আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান।
×