ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই বিভাগেই বাংলাদেশ শেষ চারে

প্রকাশিত: ০৬:২৬, ১৮ মে ২০১৭

দুই বিভাগেই বাংলাদেশ শেষ চারে

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে চলমান আইটিএফ এশিয়ান অনুর্ধ-১২ টেনিসে বালক ও বালিকা উভয় বিভাগেই বাংলাদেশ দল সেমিফাইনালে উন্নীত হয়েছে। বাংলাদেশের বালক দল গ্রুপ পর্যায়ে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উন্নীত হয়। অপরদিকে বালিকা দল গ্রুপ পর্যায়ে ভুটানকে হারিয়ে এবং ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উন্নীত হয়। বুধবারের গ্রুপ পর্যায়ের শেষ খেলায় বালক বিভাগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। এককে বাংলাদেশের জুবায়ের উৎস হেরে যান। দ্বিতীয় এককে বাংলাদেশের রুম্মন হোসেন জেতেন। দ্বৈত খেলায় বাংলাদেশের আলভি ও রুম্মন জুটি জিতলে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। অপরদিকে বালিকা বিভাগে প্রথম দু’টি একক এবং দ্বৈতে বাংলাদেশের সাদিয়া আফরিন ও মাসফিয়া আফরিন হেরে গেলে বাংলাদেশ ৩-০ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায়। আজ সেমিফাইনালে বাংলাদেশ বালক দল ভুটানের বিপক্ষে এবং বাংলাদেশের বালিকা দল ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওয়ালটন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব শুক্রবার শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব’। ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২০ মে পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বুধবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস) এ্যান্ড ওয়েলফেয়ার এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হিরু, কোষাধ্যক্ষ হামিদা বেগম ও প্রবীণ ক্রীড়া সংগঠক ও ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদা আক্তার বেগম প্রমুখ। এবারের ক্রীড়া উৎসবে ঢাকার চারটি জোনের (ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুর ও ঢাকা) প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। এ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল ও কাবাডি এই চারটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ্যাথলেটিক্সে ৯টি ইভেন্ট রয়েছে।
×