ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজ গৃহে বেকায়দায় গুগল

প্রকাশিত: ০৩:৪৯, ১৮ মে ২০১৭

নিজ গৃহে বেকায়দায় গুগল

বিশ্বের সর্ববৃহৎ তথ্য সরবরাহের উৎস গুগল। কিন্তু সে তথ্য পড়ার জন্য দরকার হয় মনিটর। তাই মনিটর ছাড়াই ব্যবহারকারীদের কাছে আসার উদ্যোগের অংশ হিসেবে গুগল বাজার বিভিন্ন রকম পণ্য সম্ভার নিয়ে এসেছে। এর একটি হলো ভয়েস। এটি এমন এক প্রযুক্তি যেটা অর্জনের জন্য সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। -টেকক্রাঞ্চ ২০ লাখ ডলারে কুটির বিক্রি স্কটল্যান্ডের প্রত্যন্ত এলাকায় একটি পুরনো কুটির প্রায় ২০ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছে। এটি যে দরে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল তার চেয়েও ৫০ লাখ ডলার বেশি। যেখানে শহর এলাকায় ১০ লাখ ডলারে একটি মাঝারি মানের বাড়ি কেনা যায় সেখানে একে উচ্চমূল্য বলতেই হবে। আসলে কুটিরটি ১০০ বছরের পুরনো। বংশানুক্রমিকভাবে একটি পরিবারই সেখানে বাস করে আসছিল। মাঝে মাঝে সংস্কার কাজ হলেও মূল কুটিরের কাঠামোগত কোন পরিবর্তন হয়নি। -সিডনি মর্নিং হেরাল্ড
×