ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেয়ার্নের নাটকীয় জয়

প্রকাশিত: ০৫:৩০, ১৫ মে ২০১৭

বেয়ার্নের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসে ওল্ফসবার্গের বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ের পরই জার্মান বুন্দেসলিগার শিরোপা জয়ের স্বাদ পায় বেয়ার্ন মিউনিখ। সেইসঙ্গে জার্মানির ইতিহাসের প্রথম দল হিসেবে তিন ম্যাচ আগেই টানা পাঁচবার লীগ শিরোপা জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তারপরও যেন জয়ের এতটুকু ক্ষুধা এখনও কমেনি। জার্মান বুন্দেসলিগায় শনিবার লিপজিগের বিপক্ষে ম্যাচটিই যেন তার বড় প্রমাণ। মৌসুমের শেষ মুহূর্তে এদিন নিজেদের মাঠে বেয়ার্ন মিউনিখকে আতিথ্য দেয় লিপজিগ। কিন্তু শুরুর দুই মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক লিপজিগ। গোলদাতা মার্সেল সাবিতজার। তবে ১৭ মিনিটে রবার্ট লেভানডোস্কির গোলে সমতায় ফিরে সফরকারীরা। প্রথমার্ধের ২৯ মিনিটে পেনাল্টিতে গোল করে লিপজিগকে আবারও এগিয়ে দেন টিমো ওয়ার্নার। এর ফলে ২-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। নিজেদের মাঠ আর সমর্থকদের সামনে দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত লিপজিগ। চলতি মৌসুমের শুরু থেকেই একের পর এক চমক উপহার দেয় যারা। ৪৭ মিনিটে গোল করে স্বাগতিকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান ইউসুফ পৌলসেন। ৬০ মিনিটে থিয়াগো আলকানতারা গোল করলে আশা জাগে বেয়ার্নের। তবে ৬৫ মিনিটে টিমো ওয়ার্নার আবারও গোল করলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করে দেয় স্বাগতিক সমর্থকরা। ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট লিপজিগের বিপক্ষে তখনও ৪-২ ব্যবধানে পিছিয়ে বেয়ার্ন। তাই লিপজিগের সমর্থকদের এমন স্বপ্ন দেখাটা নিশ্চই অস্বাভাবিক কিছু নয়। তবে হাল ছাড়েনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৮৪ মিনিটে পেনাল্টির সৌজন্যে গোলের দেখা পান রবার্ট লেভানডোস্কি। নির্ধারিত ৯০ মিনিট শেষ। ম্যাচের ফলাফল লিপজিগ ৪-৩ ব্যবধানে এগিয়ে। এরপর অতিরিক্ত সময়েই বাজিমাত করে ইতোমধ্যেই জার্মান বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে ফেলা বেয়ার্ন। ৯১ মিনিটে চতুর্থ গোল করে দলকে সমতায় ফেরান ডেভিড আলবা। আর অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে জয়সূচক গোলটি করেন বেয়ার্ন মিউনিখের ডাচ তারকা আরিয়েন রোবেন। এই গোলের সৌজন্যেই ৪-২ ব্যবধানে পিছিয়ে থাকা বেয়ার্ন ম্যাচটা জিতে ৫-৪ গোলের নাটকীয়তায়। এর ফলে দুইয়ে থাকা লিপজিগের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বেয়ার্ন। এমন জয়ের পর রোমাঞ্চিত বেয়ার্ন মিউনিখের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। এটাকে ‘পাগলাটে’ ম্যাচ বলে আখ্যায়িত করেন তিনি। এ প্রসঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা সম্পূর্ণরূপেই পাগলাটে একটা ম্যাচ। এই ম্যাচ আমাদের হাত থেকে ফসকেই গিয়েছিল। সত্যি কথা বলতে লিপজিগ শুরু থেকেই দুর্দান্ত খেলে। কিন্তু আমরা যে ভাল দল সেটা প্রমাণিত হয়েছে শেষের দিকে।
×