ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে শেষ আটের পথে শেখ জামাল

প্রকাশিত: ০৫:২৮, ১৫ মে ২০১৭

দাপুটে জয়ে শেষ আটের পথে শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুম শুরুর ফেডারেশন কাপ ফুটবলে দুরন্ত শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল। বিজয়ী দলের হয়ে গোল করেন মমুডু বাহ, নূরুল আবসার ও বদলি আনিসুর আলম। এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ধানমন্ডির ক্লাবটি। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে মাঠে নামবে ফরাশগঞ্জ। ওই ম্যাচে ড্র করলে ফেডকাপ থেকে বিদায় নিতে হবে পুরান ঢাকার ক্লাবটিকে। খেলা মাঠে গড়ানোর পর থেকেই ফরাশগঞ্জের দুর্গে আঘাত হানতে শুরু করে জোসেফ আফুসির শিষ্যরা। ম্যাচের ৯ মিনিটে সেই আক্রমণের ফলও পেয়ে যায়। শেখ জামালের গিনিয়ান ফরোয়ার্ড মমুডু বাহ বল নিয়ে বক্সে প্রবেশ করলে তাকে রাফ ট্যাকল করেন ফরাশগঞ্জের ডিফেন্ডার মালিক মেন্দি। রেফারি আনিসুর রহমান পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে ১১ মিনিটে দলকে এগিয়ে নেন পেনাল্টি আদায় করা মমুডু বাহ নিজেই (১-০)। এরপর আরও কয়েকবার সংঘবদ্ধভাবে আক্রমণ শাণায় পেশাদার লীগের তৃতীয় স্থানে থাকা শেখ জামাল। তবে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালায় ফরাশগঞ্জ। তবে সফলতা তো দূরের কথা উল্টো ৪৭ মিনিটে আরও একটি গোল হজম করতে হয় তাদের। শেখ জামালের হয়ে গোলের গ্রাফটা এবার দ্বিগুণ করেছেন নূরুল আবসার। মধ্যমাঠ থেকে জাহেদ পারভেজের বাড়ানো বল ডানপ্রান্ত দিয়ে মাইনাস করেন বদলি খেলোয়াড় সোহেল মিয়া। বক্সে দাঁড়ানো নূরুল আবসার শট নিলেও তা সাইড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্য ভেদ করেন এ ফরোয়ার্ড (২-০)। ম্যাচের ৬৯ মিনিটে ফের গোল করে শেখ জামাল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। ম্যাচের শেষ মিনিটে অবশ্য ঠিকই ব্যবধান বাড়িয়ে নেয় ধানমন্ডির ক্লাবটি। ফরাশগঞ্জের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি হিসেবে মাঠে নামা আনিসুর। বাঁপ্রান্ত দিয়ে বক্সের বাইরে থেকে তার নেয়া শট রুখতে ব্যর্থ হন ফরাশগঞ্জের গোলরক্ষক বোরহান উদ্দিন (৩-০)। এবারের ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে আছে ঢাকা আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও নতুন দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপে চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোইসাইটি ও টিম বিজেএমসি। ফেডারেশন কাপের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ফ্রিজ দিয়ে উৎসাহিত করা হবে। ফেডারেশন কাপের গেল আসরের পৃষ্ঠপোষকতায় ছিল ওয়ালটন গ্রুপ। ২০১৬ সালের ওয়ালটন ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড। রানার্সআপ হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ।
×