ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে দুই হাউজিং কোম্পানির আধিপত্য নিয়ে হামলা আহত ৫

প্রকাশিত: ০৫:২৬, ১৫ মে ২০১৭

শ্রীনগরে দুই হাউজিং কোম্পানির আধিপত্য নিয়ে হামলা আহত ৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে দুই হাউজিং কোম্পানির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার কেয়টখালী এলাকায় মৈত্রী ইকো ভিলেজ ও বারিধারা হাউজিং কোম্পানির লোকজনের মধ্যে ব্যবসায়িক এরিয়ার দখল নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বারিধারা গ্রুপের রবিউল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মৈত্রী গ্রুপ প্রায় দুই বছর ধরে ওই এলাকায় তাদের হাউজিং কোম্পানির সাইনবোর্ড দিয়ে ব্যবসা করে আসছিল। সম্প্রতি বারিধারা কোম্পানির নাম দিয়ে স্থানীয় কয়েক প্রভাবশালী হাউজিং ব্যবসার জন্য ওই এলাকায় কয়েকটি সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। এ নিয়ে দুই গ্রুপের বিরোধ দেখা দেয়। পরে রবিবার মৈত্রী কোম্পানির লোকজন তাদের জমিতে নতুন করে সাইনবোর্ড দিতে আসলে বারিধারা গ্রুপের সুপার ভাইজার আব্বাস, মোকলেছ, শহিদুল ও মোকসেদের নেতৃত্বে ৩৫-৪০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৈত্রী কোম্পানির লোকজনের ওপর হামলা করে। এ সময় মৈত্রী কোম্পানির ওয়াজেদ মোল্লা, আমীর হামজা, সেলিম, বাবু, কালাম আহত হয়। পুলিশ বারিধারা গ্রুপের রবিউল নামে একজনকে আটক করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
×