ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল খেলার আশা সাকিবের

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ মে ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল খেলার আশা সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর ডিসেম্বরে খেলে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এ সিরিজের সবকটি ম্যাচ হারে বাংলাদেশ। তবে এবার আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল করার আশা আছে। সেই আশা দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘কয়েক মাস আগে আমরা নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছি। তবে সেই স্মৃতি ভুলে যেতে চাই আমরা, সেখানে খুব একটা ভাল অভিজ্ঞতা হয়নি আমাদের। খুব ভালও খেলিনি। তবে এবার ভিন্ন কন্ডিশনে, ভিন্ন পরিস্থিতিতে আমরা ভাল করব বলেই বিশ্বাস করি আমি।’ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। বাংলাদেশের একটি ম্যাচ জেতার আশা শেষ হয়। এবার বাংলাদেশের সামনে আছে নিউজিল্যান্ড। ১৭ মে আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহিড স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের জেতার আশাও থাকছে। নিউজিল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটার যে ভারতে আইপিএলে খেলছেন। প্রায় ১০ জন ক্রিকেটার আইপিএলে খেলছেন। যে দলটি আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে খেলবে, সেই দলটিকে তাই পুরো শক্তির দল বলা যাচ্ছে না। আর এখানেই বাংলাদেশের জেতার সম্ভাবনাও থাকছে। সঙ্গে আয়ারল্যান্ডের কন্ডিশনে যেহেতু নিউজিল্যান্ডও অভ্যস্ত নয়, তাই একটা ধাক্কা বাংলাদেশ যে দিতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সাকিব তাই বলেছেন, ‘নতুন চেহারার একটা দল খেলছে নিউজিল্যান্ডের। আইপিএলের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে তারা পাচ্ছে না। অভিজ্ঞতায় ঘাটতি থাকলেও দ্বিতীয় বাছাই দল তারা। নিউজিল্যান্ড আমাদের কঠিন পরীক্ষাই নেবে।’ সত্যিই কঠিন পরীক্ষা নিতে পারে। নিউজিল্যান্ডের যে দলটি খেলবে সেই দলটিকেও দুর্বল ভাবার অপশন নেই। টম লাথাম দলটির নেতৃত্ব দেবেন। নেইল ব্রুম আছেন। রয়েছেন জেমস নিশাম, মিচেল সেন্টনার, রস টেইলর, লুক রনকি, কলিন মুনরো। সবাই জাতীয় দলের ক্রিকেটারই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, কোরি এ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেনাগান, এ্যাডাম মিলনে, টিম সাউদিরা। এরপরও নিউজিল্যান্ড দলটি শক্তিশালীই হয়ে ধরা দিতে পারে। আয়ারল্যান্ডে নিজেদের প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিবই। যেহেতু মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব দিতে পারেননি। তাই সহঅধিনায়ক সাকিবের কাঁধেই নেতৃত্বের দায়ভার পড়ে। সেই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ম্যাচশেষে সংবাদ মাধ্যমের সামনে সাকিব বলেছেন, ‘যে কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত, প্রথম দিকের পরিস্থিতি ছিল পুরোপুরিই ভিন্ন। খুব কঠিন ছিল কন্ডিশনটা। তবে সময় যত গড়িয়েছে, বল যত পুরনো হয়েছে, সেটা তত সহজেই ব্যাটে এসেছে। অভিজ্ঞতা ভালই হলো। আমরা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের অপেক্ষায় আছি।’ প্রথম ম্যাচটিতে শ্যামল-সবুজ উইকেটে টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে। শুরুতে ধসও নামে। কিন্তু পরে তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ মিলে ৮৭ রানের জুটি গড়েন। দলও ঘুরে দাঁড়িয়েছিল। তামিম ও মাহমুদুল্লাহর প্রশংসা করেন সাকিব, ‘তামিম দারুণ খেলেছে। এই উইকেটে সে দারুণভাবে নিজেকে প্রয়োগ করেছে। মাহমুদুল্লাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওদের জুটিটা ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছিল। ম্যাচের নিয়ন্ত্রণটাও আমরা হাতে তুলে নিয়েছিলাম।’ এবার দেখা যাক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কতটা ভাল করতে পারে।
×