ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৪:১৮, ১৪ মে ২০১৭

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ক্ষতিগ্রস্ত

বিশ্বব্যাপী চালানো এবারের সাইবার হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি রাশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় এক হাজার কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছে। সাইবার হামলায় রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ সাইবার হামলার শিকার হয়েছে। খবর বিবিসির। নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা এ্যাভাস্ট জানিয়েছে, ৯৯টি দেশে অন্তত ৭৫ হাজার কম্পিউটারে সাইবার হামলা চালানো হয়। যার মধ্যে বেশিরভাগ হামলাই চালানো হয় রাশিয়া, ইউক্রেন ও তাইওয়ানে। আরেক নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা সিম্যানটেকের গবেষক বিক্রম ঠাকুর জানান, এবারের হামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো খুব একটা আক্রান্ত হয়নি। আক্রমণের মূল লক্ষ্য ছিল ইউরোপ। শুক্রবার রাশিয়ার স্বরাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়সহ দেশটির সবচেয়ে বড় ব্যাংক, সেরব্যাংক সাইবার হামলার শিকার হয়। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রায় এক হাজার কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছে। তবে এ হামলায় তাদের গোপন কোন তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা তা জানানো হয়নি ওই বিবৃতিতে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, সাইবার নিরাপত্তা জোরদার থাকায় ভাইরাস ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করতে পারেনি। এবারের সাইবার হামলায় সবচেয়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে ব্রিটেনের স্বাস্থ্য সেবা। প্রায় প্রতিটা হাসপাতালের কম্পিউটার, প্রিন্টার হামলার শিকার হয়। সাইবার হামলার পর দেশটির হাসপাতালগুলোতে জরুরী চিকিৎসা সেবা বন্ধ করে রাখতে হয়। আন্তর্জাতিক পণ্য পরিবহন প্রতিষ্ঠান ফেডএক্স কর্পোরেশনও মারাত্মকভাবে সাইবার হামলার শিকার হয়েছে। এক বিবৃতিতে তারা দ্রুত এ সমস্যা কাটিয়ে উঠার কথা জানিয়েছে। কোমির উত্তরসূরির সন্ধানে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান পদে জেমস কোমির উত্তরসূরির সন্ধানে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জেমস কোমিকে বরখাস্তের পর ওই পদে এখনও নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। এফবিআইয়ের পরিচালক পদে নিয়োগের জন্য চারজনের সাক্ষাতকার নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার এই সাক্ষাতকার নেয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনে বিচার দফতরের প্রধান কার্যালয়ে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হওয়ার কথা। খবর ইয়াহু নিউজের।
×