ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলা

প্রকাশিত: ০৫:৫০, ১৩ মে ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলা

মোঃ সেলিম আদ্-দীন পরিচালক শিকড় একাডেমি (একাডেমিক কেয়ার), ১২২, মনেশ্বর রোড, ঝিগাতলা, ঢাকা। মোবাইল: ০১৯১৪২০৪২৯৩ প্রিয় শিক্ষার্থী, শিকড় একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের জন্য দেয়া হলো, ‘আবার আসিব ফিরে’ কবিতার গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন, যা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে বিরাট সহায়ক হবে। আবার আসিব ফিরে -জীবনানন্দ দাশ বহু নির্বাচনী (পূর্ব প্রকাশের পর) ১১. বিভিন্ন পাখি হয়ে এ দেশে ফিরে আসার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কবিরÑ ক. মৃত্যু চেতনা খ. পরাবাস্তববাদী চেতনা গ. ধর্ম চেতনা ঘ. দেশ চেতনা ১২.‘আবার আসিব ফিরে’ কবিতায় ফুটে উঠেছেÑ র. প্রকৃতিচেতনা রর. স্বদেশপ্রীতি ররর. নিসর্গপ্রীতি নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. ররর ঘ. র, রর ও ররর ১৩. ‘আবার আসিব ফিরে’ কবিতায় ডিঙার পালে যে রং ব্যবহারের কথা আছেÑ র. লাল রর. নীল ররর. সাদা নিচের কোন্টি সঠিক? ক. ররর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র ও রর ১৪. ‘ধরলা নদীর তীরে ছোট্ট গ্রামে মুনিয়ার বাস। নদীর স্নিগ্ধতার সাথে একাকার হয়ে আছে জীবন।’Ñ উদ্দীপকের ‘ধরলা’র মতো ‘আবার আসিব ফিরে’ কবিতায় ধানসিঁড়ি বলতে বোঝানো হয়েছেÑ র. ঝালকাঠি জেলার একটি মৃত নদী রর. আবার আসিব ফিরে কবিতায় ব্যবহৃত একটি নদী ররর. ঢাকা জেলার একটি নদী নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৫. ডাঙা শব্দের অর্থ হিসেবে নিচের যেটি প্রয়োগ ঘটেছেÑ র. শুকনো জায়গা রর. স্থলভূমি ররর. নৌকা নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৬. ‘আবার আসিব ফিরে’ কবিতায় জলাঙ্গী বলতে বোঝানো হয়েছেÑ র. নদী রর. জল যার অঙ্গে ররর. অরণ্য নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও : বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা পদ্মা ও মেঘনা বহিছে যাহার চরণ চুমি! ১৭. উদ্দীপকের সাথে সাদৃশ্য আছে তোমার পঠিত কোন্ কবির? ক. প্রার্থী খ. দেশ গ. নারী ঘ. আবার আসিব ফিরে ১৮. উদ্দীপকে উক্ত কবিতায় প্রকাশিত হয়েছেÑ ক. নদীপ্রীতি খ. মাতৃভূমির প্রতি ভালোবাসা গ. মর্তপ্রীতি ঘ. সৌন্দর্যপ্রীতি নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস, কী গভীর জলধারা ছড়াল সে হৃদয়ে আমার, সোনার বৈঠার ঘায়ে পবনের নাও, যেন আমি বেয়ে নিয়ে চলি একা অলৌকিক যৌবনের দেশে।’ ১৯. উদ্দীপকের চরণগুলোর অন্তর্নিহিত তাৎপর্যের সাথে তোমার পঠিত কবিতার সাদৃশ্য রয়েছে। ক. দেশ খ. নারী গ. প্রার্থী ঘ. আবার আসিব ফিরে ২০. উদ্দীপকে উক্ত কবিতায় যে দিকটি ফুটে উঠেছেÑ র. মৃত্যু চেতনা রর. গভীর দেশপ্রেম ররর. প্রকৃতি চেতনা নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২১. কবি জীবনানন্দ দাশ কী হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরে আসতে চান? ক. শঙ্খচিল খ. শালিক গ. কাক ঘ. লক্ষ্মীপেঁচা ২২. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি হাঁসের কী রঙের পা উল্লেখ করেছেন? ক. সাদা খ. কালো গ. বাদামি ঘ. লাল ২৩. ‘আবার আসিব ফিরে’ কবিতায় অনুসারে সুদর্শন কোথায় উড়ছে? ক. ভোরের বাতাসে খ. সন্ধ্যার বাতাসে গ. রাতের আকাশে ঘ. বিকেলের আকাশে ২৪. লক্ষ্মীপেঁচা কোথায় ডাকছে? ক. শিমুলের ডালে খ. কাঁঠালের ডালে গ. অশ্বত্থের ডালে ঘ. শিরীষের ডালে ২৫. কিশোর কোথায় ডিঙা বাইছে? ক. রূপসার জলে খ. তিতাসের জলে গ. ধানসিঁড়ির জলে ঘ. শীতলক্ষ্যার জলে ২৬. কবি হাঁস হয়ে কোথায় ভেসে থাকতে চান? ক. রূপসার জলে খ. পদ্মপুকুরে গ. কলমির গন্ধভরা জলে ঘ. শাপলার গন্ধভরা জলে ২৭. কিশোর কী রঙের ছেঁড়া পালে ডিঙা বায়? ক. সাদা খ. লাল গ. নীল ঘ. সবুজ ২৮. রাঙা মেঘ সাঁতরায়ে কে নীড়ে ফেরে? ক. শালিক খ. পানকৌড়ি গ. শঙ্খচিল ঘ. বক ২৯. উঠানের ঘাসে কে খইয়ের ধান ছড়াচ্ছে? ক. বৃদ্ধা খ. শিশু গ. বধূ ঘ. বালিকা
×