ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় উচ্ছ্বসিত যুবরাজ

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় উচ্ছ্বসিত যুবরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছেন যুবরাজ সিং। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন সেই ২০০৬ সালে। ভারত এরপর দু’বার আইসিসির দ্বিতীয়সেরা এ টুর্নামেন্টে অংশ নিলেও তাতে ছিলেন না তিনি। অনেক চড়াই-উৎরাইয়ের পর ফের রঙিন পোশাকে জায়গা করে নিয়ে যুবরাজ যারপর নাই উচ্ছ্বসিত, ‘ভারতের হয়ে আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টে ফিরতে পেরে আমি খুব খুশি। শিরোপা ধরে রাখার মিশনে দলে অবদান রাখতে চাই। আইসিসির অন্যসব মেগা টুর্নামেন্টের মতো এটাও বেশ চ্যালেঞ্জিং ইভেন্ট। কারণ এখানে অংশ নেয়া প্রত্যেক দলই চাইবে ১৮ জুন দ্য ওভালে সিলভার ট্রফিটা তুলে ধরতে।’ আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজের আগমন হয়েছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই। ২০০০-এর অক্টোবরে কেনিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো ভারতীয় দলের জার্সি গয়ে জড়িয়েছিলেন। ২০১১ সালে দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে ভারত। সেখানে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুবরাজ। এরপরই জীবনের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। মরণব্যাধি ক্যান্সার জয় করে মাঠে ফিরলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলা হয়নি। সম্প্রতি ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দারুণ প্রত্যাবর্তন। হাঁকিয়েছেন সেঞ্চুরি। আইপিএলেও মোটামুটি ছন্দে রয়েছেন। সবমিলিয়ে ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের জন্য মুখিয়ে যুবরাজ, ‘ছোট্ট ফরমেটের ক্রিকেট আমি দারুণ উপভোগ করি। ছিলাম ২০০৭ প্রথম টি২০ বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ আমার জীবনের সেরা স্মৃতি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার মিশনে সঙ্গী হতে পেরে খুবই ভাল লাগছে।’ ১ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আটজাতির ওয়ানডে ঘারানার এ টুর্নামেন্ট। গ্রুপ ‘বি’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রথম ম্যাচ ৪ জুন, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। যেখানে তার দেশই জিতবে বলে আশাবাদী যুবরাজ। গ্রুপের অপর দু’দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। যুবরাজ যখন ১১ বছর পর ফিরছেন ঠিক তখনই টানা ছয়টি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার রেকর্ডের সামনে দাঁড়িয়ে শোয়েব মালিক। ইতিহাসের মাত্র নবম ক্রিকেটার হিসেবে টানা ছয়টি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন তিনি। এ তালিকায় আছেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়ার মতো গ্রেট। শোয়েব বলেন, ‘এত বড় টুর্নামেন্টে পাকিস্তান দলে সুযোগ পেয়ে খুশি। আমি যদি দেখি আমার আগে কে কে ছয়বার এই ট্রফিতে খেলেছে, তাহলে সেটা সম্মানের মনে হয়। কারণ তারা সবাই বিশ্বক্রিকেটের আইকন।’ ভারতের নেতৃত্বে বিরাট কোহলি, পাকিস্তানের সরফরাজ আহমেদ।
×