ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেস্ট ছাড়ার ইঙ্গিত মোহাম্মদ আমিরের

প্রকাশিত: ০৫:৩৩, ১১ মে ২০১৭

টেস্ট ছাড়ার ইঙ্গিত মোহাম্মদ  আমিরের

স্পোর্টস রিপোর্টার ॥ স্পট ফিক্সিংয়ের কলঙ্কের দায় মিটিয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। বয়স মাত্র ২৫। পারফর্মেন্স আহমরি না হলেও একেবারে মন্দ নয়। তবে টেস্টে নিজেকে নিয়ে সন্তুষ্ট নন বলে দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন আমির, চলমান উইন্ডিজ সফরে সতীর্থদের এমন ইঙ্গিতই দিয়েছেন আলোচিত এ বাঁহাতি পেসার। রঙিন পোশাকের (ওয়ানডে-টি২০) ক্যারিয়ার দীর্ঘ করার কথা ভাবছেন তিনি। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, টেস্ট-ভবিষ্যত নিয়ে আমির বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে নাকি আলোচনা করেছেন। তাদের বলেছেন, টেস্ট ক্রিকেটে ভাল করতে দরকার শারীরিক ফিটনেস, প্রচ সহ্য ক্ষমতা। এর অভাব দেখছেন আমির। এর বদলে শুধু ওয়ানডে ও টি২০তে মনোযোগ দিলে তার ও দল উভয়ের জন্যই ভাল বলে মনে করছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন আমির। তেমন সাফল্য পাননি। তবে উইন্ডিজে চলমান সিরিজের প্রথম দুই টেস্টে ১১ উইকেট নিয়েছেন। তারপরও সন্তুষ্ট নন। প্রত্যাশা মতো খেলতে পারছেন না বলেই ধারণা তার। সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন, আমিরের বোলিংয়ে উন্নতির যথেষ্ট জায়গা এখনও রয়ে গেছে।
×