ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইলেন কোহলি

প্রকাশিত: ০৫:২০, ৯ মে ২০১৭

ক্ষমা চাইলেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে নিজে ব্যর্থ, ব্যর্থ তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (আরসিবি)। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো জগদ্বখ্যাত সব ক্রিকেটার নিয়েও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সবার আগে লীগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে। ভক্তদের কাছে তাই ক্ষমা চাইলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। নিজের টুইটার এ্যাকাউন্ডে তিনি লিখেছেন, ‘এই মৌসুমে নিঃশর্তভাবে ভালবাসা আর সমর্থন জানানোর জন্য বেঙ্গালুরুর সকল সমর্থকদের ধন্যবাদ জানাই। ক্ষমা চাচ্ছি, আমরা আমাদের মানের সঙ্গে খেলতে পারিনি বলে।’ সোমবার পর্যন্ত ১৩ খেলায় দুটি জয়। পরিত্যক্ত এক ম্যাচ নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে বেঙ্গালুরু এবারই আইপিএল ইতিহাসে দলীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডে নাম লেখায়। এবারের আইপিএলকে মনে রাখতে চাইবেন না ভারত জাতীয় দলের অধিনায়ক ও সময়ের বড় তারকা কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়া ব্যাটসম্যান পুরোপুরি ব্যর্থ। সন্দীপ শর্মা, কাল্টার নাইলরা যেভাবে বলে বলে বোকা বানিয়েছেন, তা যেন বিশ্বাসই হচ্ছে না। ইনজুরির জন্য শুরু থেকে ছিলেন না। ৯ ম্যাচে কোহলির রান ২৫০। গড় ২৭.৭৭। অথচ ২০১৬ সালে আগের সংস্করণে ছিলেন দুর্দান্ত। ৪ সেঞ্চুরির সঙ্গে করেন টুর্নামেন্টে রেকর্ড রান। সেই সুবাদে ফাইনালও খেলেছিল তার দল। এবার কোহলির অফ ফর্মের থেকেও বিশেষজ্ঞদের যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, সেটা হলো তার আউট হওয়ার ধরন। তার ব্যাটিংকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাকে আয়নার সামনে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, ‘বিরাটকে ক্রিজে আরও বেশি সময় দিতে হবে। কথা বলতে হবে নিজের সঙ্গে। পাঞ্জাবের বিপক্ষে যে শট খেলে আউট হয়েছে বিরাট, সেটা তো খারাপ ছিলই, ইডেনের শট ছিল আরও খারাপ। ওর উচিত এখনই আয়নার সামনে দাঁড়ানো। সে দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাটিং করেছে।’
×