ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের রক্ষক হিগুয়েইন

প্রকাশিত: ০৪:২০, ৮ মে ২০১৭

জুভেন্টাসের রক্ষক হিগুয়েইন

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই ইতালিয়ান ফুটবলে রাজত্ব করছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি’এ লীগে এবারও দাপট অব্যাহত রেখেছে তারা। শুধু তাই নয়, টানা ষষ্ঠবারের মতো লীগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। কিন্তু শনিবার নিজেদের ঘরের মাঠে হারতে বসেছিল জুভরা। তবে তুরিনোর বিপক্ষে গঞ্জালো হিগুয়েইনের শেষ মুহূর্তের গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর ফলে ঘরের মাঠে টানা ৩৩ ম্যাচ জয়ের পর থেমে গেল জুভেন্টাসের রেকর্ড। মৌসুমের শুরু থেকেই এবার দুর্দান্ত জুভেন্টাস। লীগ শিরোপা জয়ের পাশাপাশি এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও অন্যতম ফেবারিট তারা। গত সপ্তাহে ইউরোপ সেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লীগের শেষ চারের প্রথম লেগেও মোনাকোর বিপক্ষে ২-০ গোলের জয় পায় জুভেন্টাস। এর ফলে ফাইনালের পথেও এক পা দিয়ে রেখেছে ইতালিয়ান ক্লাবটি। সেই জয়ের পর শনিবার লীগে তুরিনোর মুখোমুখি হয় এ্যালেগ্রির শিষ্যরা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ম্যাচ শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু মাঠে দেখা গেল তার ভিন্ন চিত্রনাট্য। ম্যাচের প্রথমার্ধে অবশ্য কোন দলই গোলের দেখা পায়নি। বিরতির পরই চমকে দেয় সফরকারী দলটি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সার্বিয়ার ফরোয়ার্ড আদেম লিজাজিচের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। কিন্তু দুর্ভাগ্য সফরকারী দলটির। ম্যাচের ৫৭ মিনিটেই দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে তুরিনোর আফ্রিয়াই আখুয়া। এর ফলে দশজনের দলে পরিণত হয় তুরিনো। এদিকে তুরিনোর বিপক্ষে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে এ্যালেগ্রির শিষ্যরা। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে অবশ্য প্রতিপক্ষের জালে কোন বল ঢোকাতে পারেনি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এর ফলে জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল সফরকারী দলের সমর্থকরা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২) ত্রাতার ভূমিকায় দেখা যায় গঞ্জালো হিগুয়েইনকে। জোরালো নিচু শটে চলতি মৌসুমে নিজের ৩২তম গোলটি করে জুভেন্টাসকে সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টিনার স্ট্রাইকার। এই ম্যাচে ড্র করার ফলে জুভেন্টাসের দখলে ৮৫ পয়েন্ট। অবস্থান যথারীতি শীর্ষে। জুভেন্টাসের সমান ৩৫ ম্যাচ থেকে নেপোলির সংগ্রহে ৭৭ পয়েন্ট। শনিবার জুভেন্টাস ড্র করলেও বড় জয় পেয়েছে নেপোলি। নিজেদের মাঠে এদিন তারা ৩-১ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। এছাড়া এক ম্যাচ কম খেলা রোমা ৭৫ পয়েন্ট নিয়ে সিরি’এ লীগের তৃতীয় স্থানে অবস্থান করছে।
×