ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা ভলিবল দল গঠনে কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৪:১৮, ৮ মে ২০১৭

জাতীয় মহিলা ভলিবল দল গঠনে কার্যক্রম  শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে, ইফাদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় মহিলা ভলিবল দল গঠনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। দুইদিনব্যাপী বাছাই কর্যক্রম পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইফাদ গ্রুপের পরিচালক তাসফিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান জান্নাত আরা। জাতীয় দল গঠনের লক্ষ্যে উক্ত বাছাই কার্যক্রমে সারাদেশ থেকে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় ও বিভিন্ন সার্ভিসেস দলের ৮৫ খেলোয়াড় অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইফতেখার আহমেদ টিপু বলেন, দেশের মহিলা ভলিবলকে এগিয়ে নেয়ার জন্য সবধরনের সহযোগিতা করা হবে। বাছাই কার্যক্রমে চূড়ান্তভাবে যে ১৮ মেয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাবে তাদের প্রত্যেককে ইফাদ গ্রুপের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হবে। আমরা চাই দেশের মহিলা ভলিবল এগিয়ে যাক এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য সুনাম বয়ে আনুক। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই শেষে কার্যক্রমের শেষ করা হবে।
×