ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিনিয়র ডিভিশন ফুটবলে স্বাধীনতার জয়

প্রকাশিত: ০৮:২৮, ৭ মে ২০১৭

সিনিয়র ডিভিশন ফুটবলে স্বাধীনতার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সিনিয়র ডিভিশন ফুটবল লীগে শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ ২-১ গোলে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের হানিফ এবং সুমন ১টি করে গোল করেন। বিজিত দলের সোহেল রানা ১টি গোল করেন। অপর ম্যাচে ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ২-২ গোলে ড্র করে সাধারণ বীমা ক্রীড়া সংঘের সঙ্গে। ফ্রেন্ডসের লিওন ও হৃদয় এবং বীমার মুসলেক রহমান ও মিন্টু ১টি করে গোল করেন। পাইওনিয়ার ফুটবল লীগ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ‘ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শনিবার থেকে পাইওনিয়ার ফুটবল লীগের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। গোলারটেক মাঠে নাসির ফুটবল একাডেমি ১-০ গোলে গুলশান ইয়ুথ ক্লাবকে হারায়। ম্যাচের সেরা খেলোয়াড় হয় শুভ (গুলশান ইয়ুথ ক্লাব)। ইস্ট এ্যান্ড ক্লাব মাঠে মাদারবাড়ী শোভানিয়া ক্লাব চট্টগ্রাম ৬-০ গোলে হারায় ঝিলমিল ফুটবল একাডেমিকে। ম্যাচের সেরা খেলোয়াড় হয় মাদারবাড়ীর ছোটন। একই মাঠে অনুষ্ঠিত নাসরিন ফুটবল একাডেমি ৩-২ গোলে হারায় গোদনাইল ফুটবল দলকে। ম্যাচের সেরা খেলোয়াড় হয় রুমান আহমেদ (নাসরিন ফুটবল একাডেমি)। এদিকে মাঠ খেলার উপযোগী না হওয়াতে বাসাবোতে ‘ক’ গ্রুপে সানরাইজ স্পোর্টিং ক্লাব-নরসিংদী ফুটবল একাডেমির ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। এবারের লীগে অংশ নিচ্ছে ৭১ দল। মোট ৫টি জোনে খেলা হচ্ছে (কেন্দ্রীয়, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম)। খেলার ভেন্যু পাঁচটিÑ মিরপুর গোলারটেক মাঠ, গেন্ডারিয়ার ইস্ট এ্যান্ড ক্লাব, রাজউক সংলগ্ন আউটার মাঠ, বাসাবো ক্লাব মাঠ এবং টঙ্গী শহীদ আহসানউল্লাহ্ মাস্টার স্টেডিয়াম। এই ফুটবল আসরে ৭১ ক্লাব খেলছে দশ গ্রুপে। প্রতি গ্রুপ থেকে সুপার লীগে উঠবে ২টি করে দল (চ্যাম্পিয়ন ও রানার্সআপ)। সুপার লীগে ৪টি গ্রুপে খেলবে ২০টি ক্লাব। প্রতি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাবে ২টি করে মোট আটটি দল। এখান থেকে সেমিফাইনালে যাবে চারটি দল। সেমিফাইনালিস্ট চারটি দলই পরের মৌসুম থেকে খেলবে তৃতীয় বিভাগ ফুটবল লীগে। কোন কারণে খেলা বন্ধ থাকলে ওই খেলাটি বডিলি শিফট হয়ে পরেরদিন অনুষ্ঠিত হবে। একইভাবে ফিক্সচারের বাকি ম্যাচগুলোও বডিলি শিফট হবে।
×