ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের নির্বাচন হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইইউর

প্রকাশিত: ০৩:৫৭, ৬ মে ২০১৭

ব্রিটেনের নির্বাচন হস্তক্ষেপের অভিযোগ   প্রত্যাখ্যান ইইউর

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ব্রিটেনের আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট এ্যান্টোনিও তাজানি। তিনি বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের এ সংক্রান্ত অভিযোগ সত্য নয়। কেউ ব্রিটেনের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে না বলেও তিনি মন্তব্য করেন। খবর ইরনার। এর আগে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লদ জাঙ্কারের একজন মুখপাত্র টেরেসা মের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ইইউ নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে, অন্য দেশের ভোট নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই। বুধবার বাকিংহাম প্রাসাদে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করেন মে। ব্রিটেনে আগামী মাসে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে বুধবার বাকিংহাম প্রাসাদে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর মে বলেন, ৮ জুনের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে ইইউ।
×